শ্রমিক পেটানো সম্রাট ফ্যাসিস্টদের দোসর: লক্ষ্মীপুর জেলা যুবদল

5 hours ago 4
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪২, ১৭ মার্চ ২০২৫   আপডেট: ১৯:৪৩, ১৭ মার্চ ২০২৫

 লক্ষ্মীপুর জেলা যুবদল

লক্ষ্মীপুর জেলা যুবদলের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরে যুবদল নেতা আনোয়ার সম্রাটের বিরুদ্ধে চাঁদা না পেয়ে বেড়িবাঁধ সংস্কার কাজে বাধা দিয়ে শ্রমিকদের পেটানোর ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তবে তিনি যুবদলের কোনো পদপদবীতে নেই জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা যুবদল।

সোমবার (১৭ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাব মিলনায়তনে জেলা যুবদল সংবাদ সম্মেলন করে। সম্রাটকে প্রায় ১০ বছর আগে ইউনিয়ন কমিটির সহ-সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে সিনিয়র নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন, লক্ষ্মীপুর পৌর যুবদলের আহ্বায়ক ফজেয় আহমেদ ও সদস্য (দপ্তরের দায়িত্ব) আব্দুল আজিজ মিশু। 

জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আনোয়ার সম্রাট বর্তমানে যুবদলের কোনো অঙ্গ-সংগঠনের দায়-দায়িত্ববান বা সমর্থকও নন। তিনি একসময় যুবদল করতেন। কিন্তু বিগত ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামী রাজনীতিতে যোগদান করায় লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম যুবদল তাকে সংগঠনের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়।

যুবদল নেতা সৈয়দ রশিদুল হাসান লিংকন বলেন, ‘‘ফ্যাসিস্ট আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত হওয়াসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গে প্রায় ১০ বছর আগে আনোয়ারকে যুবদল থেকে বহিষ্কার করা হয়। তখন আমি সদর (পশ্চিম) উপজেলার দায়িত্বে ছিলাম। সম্রাট আমাদের দলের কেউ না।’’

শনিবার (১৫ মার্চ) সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের বেড়িবাঁধ সংস্কার কাজে বাধা দিয়ে আনোয়ার সম্রাট শ্রমিকদের পিটিয়ে আহত করেন। তিনি নিজেকে ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি দাবি করেন। 

ঢাকা/লিটন/বকুল

Read Entire Article