সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৩ মার্চ ২০২৫

5 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

কুরস্ক অঞ্চলের সবচেয়ে বড় শহরের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার দাবি রাশিয়ার

রাশিয়ার কুরস্ক অঞ্চলের সবচেয়ে বড় শহর সুদঝা পুনর্দখল করেছে বলে দাবি করেছে রাশিয়ার সশস্ত্র বাহিনী। গত বছর গেরিলা হামলা চালিয়ে এই শহর দখল করেছিল ইউক্রেন। বৃহস্পতিবার (১২ মার্চ) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, উত্তর সামরিক গ্রুপের আক্রমণাত্মক অভিযানের সময় মেলোভয়, পোডোল ও সুদঝা শহর মুক্ত করা হয়েছে।

বিশ্ব বাজারে সোনার দাম বেড়ে ফের রেকর্ড সর্বোচ্চ

ইউরোপের ওপর নতুন করে শুল্ক হুমকির পর বিশ্ব বাজারে সোনার দাম বেড়ে ফের রেকর্ড সর্বোচ্চ হয়েছে। এদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ওয়াইন-শ্যাম্পেনসহ অন্যান্য অ্যালকোহলযুক্ত পণ্যের ওপর দুইশ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।

জাতীয় পরিষদে বিরোধীদের তোপের মুখে সরকার

পাকিস্তানের বিলুচিস্তানে ট্রেন ছিনতাইয়ের ঘটনায় জাতীয় পরিষদে বিরোধীদের তোপের মুখে পড়েছে সরকার। এ ঘটনার জন্য সরকার ও বিরোধীদল একে অপরকে দোষারোপ করছে।

সিরিয়ায় বিমান হামলা চালালো ইসরায়েল

সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউরোপের মদের ওপর ২০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ওয়াইন-শ্যাম্পেনসহ অন্যান্য অ্যালকোহলযুক্ত পণ্যের ওপর দুইশ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সিরিয়ার ওপর কানাডার নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা

সিরিয়ায় চলমান রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে দেশটির ওপর আরোপিত বেশ কিছু নিষেধাজ্ঞা শিথিল করার ঘোষণা দিয়েছে কানাডা। সাবেক সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনের বিরুদ্ধে কানাডাসহ বেশ কিছু পশ্চিমা দেশ এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

সেনা সংকটে জার্মান সেনাবাহিনী

সামরিক বাহিনীর প্রসার চায় জার্মান সরকার, তা সত্ত্বেও দেশটির সামরিক বাহিনী বুন্ডেসভেয়ার তীব্র সেনা সংকটে ভুগছে। সাম্প্রতিক এক প্রতিবেদন বলছে, বুন্ডেসভেয়ারে অনেক পদ এখনো শূন্য। বর্তমানে জার্মান সশস্ত্র বাহিনীতে এক লাখ ৮১ হাজার সৈন্য রয়েছে।

ভারতে এবার ব্রিটিশ নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

ভারতে ইসরায়েলি নারী পর্যটক ও তার সঙ্গীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় যখন তোলপাড় চলছে, তখন দেশটিতে আবারও অভিযোগ উঠেছে বিদেশি নারীকে ধর্ষণের। এবার দিল্লির মাহিপালপুরের একটি হোটেলে এক ব্রিটিশ নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

যুদ্ধবিরতির আলোচনা করতে এবার মস্কো যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল

ইউক্রেন রাজি হওয়ার পর এবার যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে রাশিয়া যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে এরই মধ্যে ইতিবাচক বার্তা পেয়েছেন বলেও উল্লেখ করেছেন তিনি। খবর বিবিসির।

আমেরিকার শুল্ক আরোপে গভীর সংকটে ভারতের ওষুধ শিল্প

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন শুল্কনীতি কার্যকর হলে যুক্তরাষ্ট্রে চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। আগামী ২ এপ্রিল থেকে ভারতীয় পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প, যা দেশটির স্বাস্থ্য খাতকে কঠিন পরিস্থিতিতে ফেলতে পারে।

রক্তক্ষয়ী সংঘর্ষে তিন শতাধিক জিম্মি মুক্ত, ৩৩ হামলাকারীসহ নিহত ৫৮

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে জঙ্গিদের দখলে থাকা একটি যাত্রীবাহী ট্রেন থেকে তিন শতাধিক জিম্মিকে মুক্ত করা হয়েছে এবং হামলাকারীসহ মোট ৫৮ জন নিহত হয়েছে। ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক বাহিনীর অভিযানে ৩৩ সন্ত্রাসীর সবাই নিহত হয়েছে। এছাড়া ট্রেনের ২১ যাত্রী এবং নিরাপত্তা বাহিনীর ৪ সদস্যও প্রাণ হারিয়েছেন।

এমএসএম/জিকেএস

Read Entire Article