সাংবাদিক বেলাল হত্যার পুনঃতদন্ত করে হত্যাকারীদের শাস্তি দাবি

3 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৩, ১১ ফেব্রুয়ারি ২০২৫  

সাংবাদিক বেলাল হত্যার পুনঃতদন্ত করে হত্যাকারীদের শাস্তি দাবি

খুলনা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক সংগ্রামের সাবেক ব্যুরো প্রধান সাংবাদিক শেখ বেলাল উদ্দিন হত্যা মামলার পুনঃতদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারীদের শাস্তির দাবি জানিয়েছে সাংবাদিক নেতারা। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা প্রেস ক্লাবে শেখ বেলাল উদ্দিনের ২০তম হত্যাবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এ দাবি জানানো হয। সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক।

এতে বক্তারা বলেন, শেখ বেলাল উদ্দিন ছিলেন নির্ভীক সাংবাদিক। তিনি অন্যায়ের কাছে মাথানত করেননি। সভায় বক্তারা বেলাল উদ্দিনের হত্যা মামলার পুনঃতদন্তের মাধ্যমে হত্যাকারীদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান।

প্রেস ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল ও নির্বাহী সদস্য আশরাফুল ইসলাম নূরের পরিচালনায় বক্তৃতা করেন খুলনার উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, প্রেস ক্লাবের নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, সাবেক সভাপতি শেখ আবু হাসান, সাংবাদিক এইচ এম আলাউদ্দিন প্রমুখ। পরে শেখ বেলাল উদ্দিনের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

২০০৫ সালের ৫ ফেব্র্রুয়ারি খুলনা প্রেস ক্লাব চত্বরে সন্ত্রাসীদের বোমা হামলায় শেখ বেলাল উদ্দিন গুরুতর আহত হন। এরপর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢাকা/নুরুজ্জামান/বকুল

Read Entire Article