সাড়ে ৩ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ৬৩ বছরের বৃদ্ধ গ্রেফতার

4 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

বাগেরহাটের ফকিরহাটে সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৩ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। শিশুটি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেলে (ওসিসি) সেন্টারে চিকিৎসাধীন।

এ ঘটনায় অভিযুক্ত আলকাস তালুকদার নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।

গ্রেফতার আলকাস তালুকদার জেলার মোড়েলগঞ্জের বাসিন্দা। তিনি বেশ কিছুদিন ধরে একটি ভাড়াবাড়িতে বসবাস করে আসছেন। ভিক্ষাবৃত্তি করে জীবিকা-নির্বাহ করেন। তার বাসার পাশেই ভাড়া বাসায় থাকে শিশুটির পরিবার।

পুলিশ জানায়, বুধবার (১২ মার্চ) দুপুরের দিকে শিশুটিকে ঘরে নিয়ে ধর্ষণ করেন আলকাস তালুকদার। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্বজনরা। সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফাতেমা বিনতে আজাদ জাগো নিউজকে বলেন, এখানে শিশুটির চিকিৎসা করা সম্ভব না। তাই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে। আমরা শিশুটির গোপনাঙ্গে আঘাতের চিহ্ন পেয়েছি।

এ ঘটনায় শুক্রবার রাতেই শিশুটির মা বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় ধর্ষণ মামলা করেন। পরে রাতেই অভিযুক্ত আলকাস তালুকদারকে গ্রেফতার করে পুলিশ।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এসআর/জেআইএম

Read Entire Article