সাবেক রাষ্ট্রপতির ভাতিজার রিসোর্টে অগ্নিসংযোগ

3 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৩, ৭ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ২০:৫৩, ৭ ফেব্রুয়ারি ২০২৫

সাবেক রাষ্ট্রপতির ভাতিজার রিসোর্টে অগ্নিসংযোগ

আগুনে জ্বলতে থাকা হাওর রিসোর্টের সামনে দাঁড়িয়ে সেলফি তুলছেন এক যুবক

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ভাতিজা অ্যাডভোকেট শরীফ কামালের মালিকানাধীন ‘হাওর রিসোর্ট’ ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে মিঠামেইন সদর ইউনিয়নের কামালপুর গ্রামে ঘটনাটি ঘটে।

এদিকে, একইদিন বিকেলে মিঠামইন বাজার থেকে ছাত্র-জনতা লাঠি নিয়ে উপজেলার কালীপুর গ্রামে শরীফ কামালের বাড়ি এবং সাবেক রাষ্ট্রপতির ছোট ভাইয়ের আবদুল হকের কামালপুর গ্রামের বাড়ির ধানের গোলায় আগুন ধরিয়ে দেন বলেও খবর পাওয়া গেছে।

ইউপি চেয়ারম্যান শরীফ কামাল মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তার বিরুদ্ধে কয়েকটি মামলা হয়। এরপর থেকেই তিনি পালাতক।

মিঠামইন থানার ওসি মো. শফিউল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিকেলে বিক্ষুব্ধ ছাত্র-জনতা কয়েকটি জায়গায় ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

এর আগে, গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে মিঠামইন উপজেলা আওয়ামী লীগ অফিসে ভাঙচুরের পর আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এসময় আশেপাশের কয়েকটি দোকান আগুনে পুড়ে যায়।

ঢাকা/রুমন/মাসুদ

Read Entire Article