সাশ্রয়ী দামে ভিশন নিয়ে এলো ৪ডি আল্ট্রা সিরিজের এয়ার কন্ডিশনার

2 days ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

গ্রাহকদের চাহিদা ও সামর্থ্য বিবেচনা করে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএলের জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ‘ভিশন’ নিয়ে এসেছে নতুন ৪ডি আল্ট্রা সিরিজের এয়ার কন্ডিশনার (এসি)। রাজধানীর বাড্ডায় ফুজি ট্রেড সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রতি এ নতুন সিরিজের এসি উন্মোচন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।

অনুষ্ঠানে আর এন পাল বলেন, এসি কেনার সময় অনেকেই দ্বিধায় থাকেন ভালো মানের এসি কিনবেন নাকি বাজেটের কথা ভাববেন। এই সমস্যার সমাধান দিতে এবং বাংলাদেশের আবহাওয়া ও গ্রাহক সেবা মাথায় রেখে ভিশন ইলেকট্রনিক্স নিয়ে এসেছে সম্পূর্ণ নতুন ৪ডি আল্ট্রা সিরিজ এসি। রেগুলার, ইনভার্টার এবং ইনভার্টার হট অ্যান্ড কুল (ওয়াইফাই প্রযুক্তি সম্বলিত)- এই তিন ধরনের ৪ডি আল্ট্রা সিরিজের এসিগুলো পাওয়া যাবে উন্নত প্রযুক্তিতে, আগের চেয়ে ১৫-১৮% কম দামে।

তিনি আরও বলেন, ভিশন ইলেকট্রনিক্স সব সময় গ্রাহকদের চাহিদা, সামর্থ্য এবং সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পণ্যের মূল্য নির্ধারণ করে থাকে।

ভিশন রেফ্রিজারেটর ও এসির নির্বাহী পরিচালক নুর আলম বলেন, ৪ডি আল্ট্রা সিরিজের ভিশন এসিতে সর্বোচ্চ মানের উপাদান ব্যবহার করা হয়েছে, যা দীর্ঘস্থায়ী ও কার্যকর পারফরম্যান্স নিশ্চিত করবে। এতে রয়েছে ১০০% কপার টিউব, যা এসির দীর্ঘস্থায়ী পারফরম্যান্স ও দ্রুত কুলিং নিশ্চিত করে। এতে ব্যবহার করা হয়েছে আর৩২ রেফ্রিজারেন্ট, যা পরিবেশবান্ধব।

তিনি আরও বলেন, এ সিরিজের এসিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল ইনভার্টার প্রযুক্তি, যা ৭০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে। তাছাড়া মোবাইল অ্যাপের মাধ্যমে এটি যে কোনো সময় যে কোনো স্থান থেকে নিয়ন্ত্রণ করা যায়।

অনুষ্ঠানে ভিশন এসির হেড অব মার্কেটিং মোহিত চক্রবর্তীসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

৪ডি আল্ট্রা সিরিজের মোট ৯টি মডেলের এসি বাজারে পাওয়া যাচ্ছে, যার দাম প্রকারভেদে ৪৩,৯০০-৭৭,৯০০ টাকার মধ্যে।

এমএইচআর/এএসএম

Read Entire Article