সিআইডির প্রধান হলেন গাজী জসীম

4 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

প্রকাশিত: ১৪:১৭, ১৭ মার্চ ২০২৫  

সিআইডির প্রধান হলেন গাজী জসীম

সংগৃহীত ছবি

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি গাজী জসীম উদ্দিন। 

সোমবার (১৭ মার্চ) সিআইডির ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। 

সংস্থাটি জানিয়েছে, রোববার (১৬ মার্চে) গাজী জসীম উদ্দিন সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। 

এর আগে গত ৯ মার্চ সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখকে সিআইডি থেকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়।

ঢাকা/এমআর/রফিক

Read Entire Article