ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
অস্ট্রেলিয়া বহুজাতিক অভিবাসীদের আবাসস্থান। আর এ বহুজাতিক অভিবাসীদের সম্মানে অস্ট্রেলিয়ায় প্রতি বছর মার্চ মাসে ‘হারমনি ডে’ উদযাপিত হয়। শুক্রবার (২১ মার্চ) সকাল ১০টায় সিডনির রিভারউড কমিউনিটি সেন্টারে ক্যান্টারবারি ও বাংকসটাউন হারমনি গ্রুপের অধীনে বার্ষিক ১৮তম দিবস অনুষ্ঠিত হয়।
অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। পরে বিভিন্ন দেশে সংস্কৃতির পরিচয় তুলে ধরা হয় কথা, গান, নাচ ও পোশাকের মধ্য দিয়ে। অনুষ্ঠানে চাইনিজ কমিউনিটির লোকসংখ্যাই বেশি ছিল।
এই গ্রুপের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র কার্ল সালেহ অনুষ্ঠানের আয়োজক। সালেহ বক্তব্যে বলেন, আজকের জটিল বিশ্বে, হারমনি ডে আমাদের মনে করিয়ে দেয় আমরা কতটা সৌভাগ্যবান যে, এমন একটি দেশে বাস করছি, যেখানে মানুষ তাদের স্বপ্ন, গল্প এবং সংস্কৃতি ভাগ করে নিতে পারে। আমরা একসাথে দাঁড়াবো বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে এবং সম্প্রীতির পক্ষে।
হারমনির মাধ্যমে যে কোনো জাতিকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করে তোলা যায়। বহুজাতিক সংস্কৃতিকে সম্মান ও ভালোবাসা প্রদর্শন করতে হবে। ক্যান্টারবারি ও বাংকসটাউন হারমনি গ্রুপ বিভিন্ন কমিউনিটি গ্রুপের প্রতিনিধিত্ব করে এবং ৮০ জনেরও বেশি স্বেচ্ছাসেবকরা একত্রিত হয়ে উৎসবটি সফল করতে সহায়তা করে থাকে।
এছাড়াও উপস্থিতি ছিলেন মন্ত্রী জিহাদ ডিব, মন্ত্রী মার্ক কুরি, রিভারউড কমিউনিটি সেন্টারের সিইও পলিন, হারমনি অ্যাম্বাসেডর আজাদ খোকন ও হারমনি গ্রুপের স্বেচ্ছাসেবকসহ অন্যান্যরা। উল্লেখ্য, ক্যান্টারবারি ও বাংকসটাউন হারমনি গ্রুপ ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে এতে ১৬টি কমিউনিটি সংগঠন অন্তর্ভুক্ত রয়েছে।
এমআরএম/এমএস