ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
সিরাজগঞ্জের রায়গঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে আবু বক্কার (৫০) নামে এক কৃষকের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার (১৬ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার নলকা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৪-৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ওই কৃষক পরিবারের।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বসতবাড়ির বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে লাগোয়া তিনটি টিনের ঘর ভস্মীভূত হয়। এতে ঘরে থাকা নগদ টাকা, উৎপাদিত ফসল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
কৃষক আবু বক্কার কান্নাজড়িত কণ্ঠে জাগো নিউজকে বলেন, আগুন লাগার সময় ঘরে শুয়ে ছিলাম। হঠাৎ বাইরে চিৎকার শুনে দেখি ঘরে আগুন লেগেছে। তখন পরিবারের সবাইকে নিয়ে দ্রুত এক কাপড়ে ঘর থেকে বের হয়ে সাহায্যের জন্য চিৎকার করি। পরে আশপাশের লোকজন এসে আগুন নেভাতে সাহায্য করলেও সব কিছুই পুড়ে যায়।
এ ঘটনায় ফায়ার সার্ভিসের গাফিলতি রয়েছে বলে দাবি করে কৃষকের নাতি সেখ আসিফ জাগো নিউজকে বলেন, আমাদের আর মাথা গোঁজার ঠাঁই রইলো না। ফায়ার সার্ভিসকে আগুনের বিষয়টি জানানো হলেও তারা আসে প্রায় ৪০ মিনিট পর। অথচ ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ১০-১৫ মিনিটের।
রায়গঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মুস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, আমরা অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় সব কিছুই পুড়ে গেছে। এতে কৃষকের ২-৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
এম এ মালেক/এমএন/জিকেএস