সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের চেয়ারম্যান বিচারপতি কাজী জিনাত হক

8 hours ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনয়ন পেয়েছেন হাইকোর্ট বিভাগের বিভাগের বিচারপতি কাজী জিনাত হক। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাকে মনোনয়ন দিয়েছেন।

সোমবার (১৭ মার্চ) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় থেকে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে।

হাইকোর্টের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান পদে হাইকোর্ট বিভাগের বিচারপতি কাজী জিনাত হককে মনোনয়ন প্রদান করেছেন।

আরও পড়ুন

একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি কাজী এবাদুল হক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. শরীফা খাতুনের ছোট মেয়ে বিচারপতি কাজী জিনাত হক।

তিনি দুই মেয়াদে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালের ২০ অক্টোবর কাজী জিনাত হক হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান।

এফএইচ/এসএইচএস/জেআইএম

Read Entire Article