সেবা না পেলে অভিযোগ করা যাবে ইসির বিরুদ্ধে

2 days ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের সব দপ্তরে অভিযোগ বাক্স স্থাপন করতে আদেশ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ইসির সেবা নিতে আসা সাধারণ জনগণ কাঙ্ক্ষিত সেবা না পেলে লিখিত অভিযোগ করতে পারবেন।

ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছেন।

আদেশে ইসি জানায়, নির্বাচন কমিশনের সঙ্গে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অনুষ্ঠিত মতবিনিময় সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশন সচিবালয় ও এর অধীন মাঠ পর্যাযের সব দপ্তরে একটি করে অভিযোগ বাক্স স্থাপন করতে হবে। অভিযোগ বাক্সে প্রাপ্ত অভিযোগ নিয়মিত যাচাই করে ব্যবস্থা নিতে হবে এবং বিষয়টি সময়ে সময়ে নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করতে হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।

এর আগে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর জানিয়েছিলেন, আগামী তিন মাসের মধ্যে সারাদেশে ঝুলে থাকা পৌনে ৪ লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করা হবে। এনআইডি সংশোধন বা আবেদন নিষ্পত্তিতে ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছে ইসি। ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে আগামী তিন মাসের মধ্যে সব আবেদন নিষ্পত্তি করা হবে।

৫ সেপ্টেম্বর কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পদত্যাগ করে। তখন ইসি সচিবালয় এনআইডি সেবা সহজীকরণে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাসহ জেলা, উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছে তৎকালীন ইসি সচিব। এরপর ২১ নভেম্বর এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন নতুন ইসির যাত্রা শুরু হয়। ডিসেম্বরের প্রথম সপ্তাহে যোগ দেন নতুন ইসি সচিব ও এনআইডি উইংয়ের নতুন ডিজি।

এমওএস/এমএইচআর/জেআইএম

Read Entire Article