স্ত্রীসহ বিদেশ যাওয়ার অনুমতি পেলেন ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান

6 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম ও তার স্ত্রী আরজুদা করিমের বিদেশ গমনের অনুমতি দিয়েছেন আদালত। দুর্নীতির অভিযোগ থাকায় এক মাস আগে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

সোমবার (১৭ মার্চ) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত অভিযোগ সংশ্লিষ্টদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আদালত সূত্র জানা যায়, চিকিৎসা ও ওমরাহ পালনের জন্য বিদেশ গমনে অনুমতি চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেন ওবায়দুল করিম, তার স্ত্রী আরজুদা করিম ও তার মেয়ে জেরীন করিম। শুনানি শেষে আদালত ওবায়দুল করিম ও তার স্ত্রীর বিদেশ গমনের অনুমতি দেন।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ওবায়দুল করিমসহ পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেন আদালত।

এদিকে গত ১০ মার্চ দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় অভিযুক্ত ওবায়দুল করিম, তার পরিবারের সদস্য ও স্বার্থ সংশ্লিষ্টদের নামে ময়মনসিংহ ও মুন্সিগঞ্জ জেলায় থাকা ৪৩ দশমিক ২৫ একর জমি জব্দের আদেশ দেন আদালত, যার দলিলমূল্য দেখানো হয়েছে ২ কোটি ৯০ লাখ ৯১ হাজার টাকা। যদিও বাস্তবমূল্য বহুগুণ বেশি হবে বলে ধারণা করা যাচ্ছে।

এছাড়াও অভিযুক্তদের নামে রাজধানীর গুলশান এলাকায় থাকা প্রায় চার হাজার বর্গফুটের একটি ফ্ল্যাট জব্দের আদেশ দেওয়া হয়েছে। তাছাড়া ওবায়দুল করিম ও তার স্বার্থ-সংশ্লিষ্টদের নামে বিভিন্ন ব্যাংকের ৩১টি হিসাবে থাকা ২০ কোটি ২৬ লাখ ৮০ হাজার ৬৫৮ টাকা এবং ৬ হাজার ৫৭৫ ডলার অবরুদ্ধের আদেশ দেওয়া হয়।

এমআইএন/এমআরএম/জিকেএস

Read Entire Article