স্থানীয় সরকার নির্বাচন করতে অন্তত দুই বছর লাগবে: মান্না

3 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

স্থানীয় সরকার নির্বাচন করতে অন্তত দুই বছর সময় লাগবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি আরও বলেন, এই সময়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সেটা সামাল দিতে পারবেন? কত মানুষ মারা যাবে বলতে পারেন?

শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টারে ‘স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্রকে টেকসই করবে’ শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নাগরিক ঐক্য ঢাকা মহানগর উত্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি বলেন, আবেগে অনেক কিছু বলা যায়। কিন্তু আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, রাজনীতি চলে না। গায়ের জোরে কেউ ক্ষমতায় যেতেও পারবেন না, থাকতেও পারবেন না। কেউ যদি মনে করেন, নির্বাচন দিলে যারা ক্ষমতায় যাবে, তারা স্বৈরাচারী হয়ে উঠবে; নির্বাচন পিছিয়ে দিয়ে তো সেটা ঠেকাতে পারবেন না। সেটা ঠেকাতে হলে রাজনীতিতে পরিবর্তন আনতে হবে। সেই লড়াই জারি রাখতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না মাগুারায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে গভীর শোক এবং ধর্ষক-হত্যাকারীদের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করেন। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরেও আমরা আমাদের দেশের নারী, কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি নাই। আমরা নিজেদের ক্ষমতার লোভে সমাজকে, দেশকে দুর্বৃত্তায়িত করেছি। ৫ আগষ্টের পর আমাদের লক্ষ্য ছিল নতুন বাংলাদেশের। কেউ কেউ বলেন দ্বিতীয় স্বাধীনতা। দেশ তো আর নতুন করে স্বাধীন হয়নি, নতুন নামে নতুন দেশ হয়নি। নতুন বাংলাদেশ মানে, যে দেশে নারীরা নিরাপদ থাকবে, মানুষ না খেয়ে থাকবে না, বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না, মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, ভোট দেয়ার অধিকার থাকবে।

আমজনতার দলের আহ্বায়ক মিয়া মশিউজ্জামান বলেন, স্বৈরাচারবিরোধী লড়াই হয়েছে হাসিনার পতনের পর একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে, স্থানীয় সরকার নির্বাচনের জন্য নয়। নিজেদের রাজনৈতিক স্বার্থে এমন কোনো দাবি নিয়ে হাজির হবেন না যাতে দেশে আবারও বিশৃঙ্খলা তৈরি হয়।

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু বলেন, ঐকমত্য কমিশনের বৈঠকে সংখ্যাগরিষ্ঠ দল স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের পক্ষে মত দিয়েছে। যদি জাতিকে ঐক্যবদ্ধ রাখতে চান, তাহলে সংখ্যাগরিষ্ঠের মতামতকে প্রাধান্য দিতে হবে। আগে স্থানীয় নির্বাচন আয়োজন মানে স্বৈরাচার হাসিনার ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের পুনর্বাসন, পতিত আওয়ামী লীগের টাকার খেলা। আর এর মধ্য দিয়ে আবারও আওয়ামী সন্ত্রাসীরা সারা দেশ দাপিয়ে বেড়াবে।

নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের সংগঠক মাহবুব আলীর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, ডাকসুর সাবেক জিএস মোস্তাক আহমেদসহ গণতন্ত্র মঞ্চ এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারা।

এএএম/এএমএ/এএসএম

Read Entire Article