ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। আগের মতো নিয়মিত নন অভিনয়ে। বেছে বেছে কাজ করেন তিনি। বিশেষ আয়োজনে দেখা যায় তাকে বিশেষ কাজ নিয়ে হাজির হতে। আসছে রোজা ঈদেও এই তারকা আসবেন বেশ কিছু নাটকে। তার মধ্যে একটি ‘শেষটা তুমি’।
রোমান্টিক গল্পের নাটকটিতে স্পর্শিয়ার প্রেমে পড়তে দেখা যাবে আপন দুই ভাইকে। সেই দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন মুশফিক ফারহান ও মীর রাব্বী।
মাহমুদ মাহিনের চিত্রনাট্য ও নির্মাণে নাটকটিতে স্পর্শিয়া অভিনয় করেছেন গ্রামের এক মুন্সির যুবতী কন্যার চরিত্রে। অন্যদিকে একই গ্রামের একসঙ্গে বেড়ে ওঠা দুই ভাই রনি ও রাজিব চরিত্রে দেখা যাবে মুশফিক ফারহান ও মীর রাব্বীকে। দুই ভাইয়ের মধ্যে প্রেম নিয়ে জটিলতা উঠে আসবে নাটকের গল্পে। যদিও পুরো নাটকের কনসেপ্ট বেশ সিরিয়াস এবং ভালোবাসার।
নির্মাতা বলেন, ‘সমাজ, সংসার, প্রেম ও ক্রোধের গল্প ‘শেষটা তুমি’। এর গল্পটা বেশ সিরিয়াস। টিত্রনাট্যে অনেকগুলো উত্থান পতন আছে। শিল্পীরা সেই চরিত্রের মধ্যে মিশে গেছেন। আশা করছি দর্শকরাও কাজটি দেখে স্বস্তি পাবেন।’
আসছে ঈদে নাটকটি প্রচার হবে সিএমভির ইউটিউব চ্যানেলে।
এলআইএ/জেআইএম