হামজা চৌধুরী পৌঁছেছেন বাংলাদেশে

5 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

প্রকাশিত: ১২:০৮, ১৭ মার্চ ২০২৫   আপডেট: ১২:০৯, ১৭ মার্চ ২০২৫

হামজা চৌধুরী পৌঁছেছেন বাংলাদেশে

এখনও বিশ্বাস হচ্ছে না! মনে হচ্ছে এ যেন এক স্বপ্ন! হামজা দেওয়ান চৌধুরী অবশেষে বাংলাদেশে এসেছেন। বাবা-মার সাথে আগেও এই দেশে এসেছেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। তবে এবারের আগমন যে একদমই ভিন্ন। এবার তিনি এসেছেন বাংলাদেশের হয়ে খেলতে, জাতীয় দলের জার্সি হায়ে তুলতে। বিশ্বয় তো জাগবেই।

হামজা অবশ্য সরাসরি ঢাকা আসেননি। ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সরাসরি সিলেটের ওসামানি বিমানবন্দরে এসে পৌঁছান এই মিডফিল্ডার। আনুমানিক সকাল ১১টা ৫২ মিনিটে বাংলাদেশে পদার্পন করেন তিনি।
 

ঢাকা/নাভিদ

Read Entire Article