হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন ফিচার

2 hours ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

সারাবিশ্বে প্রতিনিয়ত কয়েকশ কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্ল্যাটফর্ম ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক ফিচার নিয়ে আসছে। হোয়াটসঅ্যাপে একটা নতুন ট্যাব আসতে চলেছে। এতে বাজারের সব জনপ্রিয় এআই ফিচার এবং চ্যাটবট থাকবে।

মেটা আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সকে খুব কৌশলীভাবে কাজে লাগাচ্ছে। ব্যবহারের পরিধি ধীরে ধীরে বাড়াচ্ছে। হোয়াটসঅ্যাপে নতুন ট্যাব আনাও সেই কৌশলেরই অংশ। ভবিষ্যতে আরও নতুন নতুন ইন্টিগ্রেশন আসবে। ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের জনপ্রিয়তা বাড়বে। সঙ্গে ব্যবহারের সুযোগও।

আসলে হোয়াটসঅ্যাপ এখন আর নিছক মেসেজিং প্ল্যাটফর্ম নয়, বরং ধীরে ধীরে এআই চ্যাটবট এবং অন্যান্য নতুন ফিচারের প্ল্যাটফর্ম হয়ে উঠছে। থার্ড পার্টি ডেভেলপাররাও এখানে কাজ করতে পারবেন। টিপস্টারের খবর অনুযায়ী, হোয়াটসঅ্যাপ এখন এআই ট্যাবের জন্য ওয়েলকাম স্ক্রিন পরীক্ষা করছে। এটাই ইউজারকে জানিয়ে দেবে, অ্যাপে নতুন ফিচার চলে এসেছে।

প্রযুক্তি বিশেষজ্ঞরা ধারণা করছেন, মেটা এআই-এর জন্য ভয়েস মোড নিয়ে আসবে হোয়াটসঅ্যাপ। তবে কোনো কারণে এই আপডেট এখনো আসেনি বা দেরি হচ্ছে। যাইহোক, মেটার কাছে মেটা এআই-এর গুরুত্ব অপরিসীম। কারণ এটাই তাদের এআই প্রযুক্তিকে এগিয়ে নিয়ে চলেছে।

অন্যান্য এআই-এর মতো মেটা এআই-ও প্রম্পট অনুযায়ী কাজ করে। ছবি তৈরি, প্রশ্নের উত্তর দেওয়া ইত্যাদি কাজ পারে। আগামী মাসগুলোতে মেটা তাদের বিভিন্ন প্ল্যাটফর্ম, যেমন হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে আরও আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স ফিচার যোগ করবে। ইউজার সহজেই এই সমস্ত টুল ব্যবহার করতে পারবেন, কোনো দামি হার্ডওয়্যার লাগবে না।

হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সনে নতুন এআই ট্যাব নিয়ে পরীক্ষানিরীক্ষা চলছে। এখনো বিটা ভার্সনে পৌঁছায়নি। ফলে ইউজাররা এখনই ব্যবহার করতে পারছেন না। তবে আগামী কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে বিটা ভার্সনেও নতুন এআই ট্যাব চলে আসবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/জিকেএস

Read Entire Article