ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাস জুলাই-ফেব্রুয়ারিতে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ২৪ দশমিক ২৭ শতাংশ বাস্তবায়ন হয়েছে। অর্থবছরের ৮ মাস বিবেচনায় এটি গত ১০ বছরের মধ্যে এডিপির সর্বনিম্ন বাস্তবায়নের হার। চলতি অর্থবছরে মোট প্রকল্পের সংখ্যা ১ হাজার ৩৫৩টি।
সোমবার (১৭ মার্চ) পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রকাশিত এডিপি বাস্তবায়ন সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনের তথ্যমতে, চলতি অর্থবছরে মোট বরাদ্দ ২ লাখ ৭৮ হাজার ২৮৮ কোটি ৯০ লাখ টাকা। অথচ ৮ মাসে খরচ হয়েছে মাত্র ৬৭ হাজার ৫৫৩ কোটি ২১ লাখ। ফলে আগামী চার মাসে খরচের টার্গেট ২ লাখ ১০ হাজার ৭৩৫ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩১ দশমিক ১৭ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছিল। এছাড়া ২০২২-২৩ অর্থবছরে ৩২ দশমিক ১০, ২০২১-২২ অর্থবছরে ৩৫ দশমিক ৮০ ও ২০২০-২১ অর্থবছরে ৩৩ দশমিক ৮৩ শতাংশ এডিবি বাস্তবায়ন হয়েছিল।
৮ মাসে উন্নয়ন ব্যয়ে সব থেকে পিছিয়ে স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। চলতি ২০২৪-২৫ অর্থবছরে এই বিভাগে বরাদ্দ ৪ হাজার ৯৩৬ কোটি টাকা, অথচ খরচ হয়েছে মাত্র ২০ লাখ ৩৫ হাজার টাকা। ফলে এডিপি বাস্তবায়নের হার মাত্র ০ দশমিক ৪১ শতাংশ।
এছাড়া কিছু মন্ত্রণালয় ও বিভাগ গত ৮ মাসে তাদের বরাদ্দের মাত্র ১০ শতাংশ খরচ করতে পেরেছে। এসব মন্ত্রণালয় ও বিভাগ হলো- স্বাস্থ্যসেবা বিভাগে ৫ দশমিক ৪৮, জননিরাপত্তা বিভাগে ৮ দশমিক ৩৬, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে ৯ দশমিক ১৬, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ৬ দশমিক ৭৭, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে ৯ দশমিক ২৮, অভ্যন্তরীণ সম্পদ বিভাগে ৩ দশমিক ৭২ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছে। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ে ৭ দশমিক ০৫, ভূমি মন্ত্রণালয়ে ৬ দশমিক ৪১ ও জাতীয় সংসদ সচিবালয়ে ২ দশমিক ১৮ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছে।
এমওএস/ইএ/এএসএম