ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
আগামী ১১ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী জনসভা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবিসহ অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন জনদাবিতে আগামী ১১ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত বিএনপির উদ্যোগে সারাদেশে জেলা ও মহানগরে পর্যায়ক্রমে সভা-সমাবেশ করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এসময় রিজভী বলেন, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন। তাকে আইনের আওতায় না আনতে পারা সরকারের ব্যর্থতা।
তিনি আরও বলেন, বিএনপি সরকারকে সফল দেখতে চায়। তবে এই সরকার সফল হতে চায় কি না সেটা তাদেরই ভাবতে হবে।
রিজভী বলেন, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এখনও ফ্যাসিস্টের পক্ষের পুলিশ সদস্যদের নিয়ে ষড়যন্ত্র করছে যা জাতির জন্য মঙ্গলজনক নয়।
এসময় প্রশাসনের বিভিন্ন স্তরে থাকা ফ্যাসিস্টদের সহযোগীদের চিহ্নিত করার দাবিও জানান তিনি।
কেএইচ/এমআইএইচএস/জিকেএস