ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো শুরু হয়েছে। এরই মধ্যে শতাধিক ভারতীয়কে মার্কিন একটি সামরিক প্লেনে পাঠানো হয়েছে। তবে যেভাবে অমানবিকভাবে এসব অবৈধ অভিবাসীকে পায়ে শিকল ও হাতে হাতকড়া পারিয়ে পাঠানো হয়েছে তা নিয়ে ভারতে উত্তেজনা চলছে। বিশেষ করে বিরোধীরা মোদী সরকারের সমালোচন করছে।
এমন পরিস্থিতিতে সংসদে এ বিষয়ে কথা বলতে বাধ্য হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দিয়েছেন বিভিন্ন সময় যুক্তরাষ্ট্র থেকে প্রত্যাবাসনের পরিসংখ্যান।
জয়শঙ্কর বলেন, যুক্তরাষ্ট্র থেকে অবৈধভারতীয়দের ফেরত পাঠানোর বিষয়টি নতুন নয়। এর আগেও বহুবার এভাবে অবৈধদের প্রত্যাবাসন করা হয়েছে। ২০০৯ সালের পর অর্থাৎ গত ১৫ বছরে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ১৫ হাজার ৭৫৬ জনকে ফেরত পাঠানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন>
- হাত-পা বেঁধে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
- লোকসভার সামনে কংগ্রেসের বিক্ষোভ, অধিবেশন মুলতবি
যুক্তরাষ্ট্র থেকে গত বুধবারই প্লেনে করে প্রথম দফায় ফেরত পাঠানো হয়েছে ১০৪ জন ভারতীয়কে। বুধবার বিকেলে পাঞ্জাবের অমৃতসরে অবৈধ অভিবাসীদের দলটিকে নিয়ে নামে টেক্সাসের এল পাসো বিমানবন্দর থেকে আসা আমেরিকার সি-১৭ গ্লোবমাস্টার সামরিক প্লেনটি। তাদের মধ্যে কয়েকজনের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এবং বাকিরা বেআইনিভাবে মেক্সিকো সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করছিলেন বলে অভিযোগ।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সংসদের দু’কক্ষের অধিবেশন শুরুর পরেই মুলতুবি প্রস্তাব এনে এই বিষয়ে আলোচনার দাবি জানান বিরোধীরা। সংসদ ভবন চত্বরেও পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান তারা।
লোকসভার স্পিকার ওম বিড়লা আলোচনার দাবি খারিজ করে দিলে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। বিরোধীদের উদ্দেশে স্পিকার বলেন, বিষয়টি গুরুতর। সরকার এটিকে গুরুত্ব সহকারে নিয়েছে। কিন্তু অন্য দেশেরও নিজস্ব নিয়মকানুন আছে। এ নিয়ে পরিকল্পিতভাবে অধিবেশন অচল করবেন না।
কিন্তু তার আবেদন সাড়া না মেলায় প্রথমে বেলা ১২টা তারপর দুপুর ২টা পরে সাড়ে ৩টা পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার ওম। বিশৃঙ্খলার জেরে ১২টা পর্যন্ত মুলতুবি হয় রাজ্যসভার অধিবেশনও।
সূত্র: এনডিটিভি
এমএসএম