২৪ ঘণ্টায় আরও ৬৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

1 day ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন চলছেই। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে অবরুদ্ধ এই উপত্যকার মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বৈঠক করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। গাজায় এখন পর্যন্ত ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী।

এদিকে গাজার পাশাপাশি লেবাননেও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। বৈরুতের দক্ষিণ শহরতলী এবং মাউন্ট লেবাননের বিভিন্ন শহরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে।

গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে কমপক্ষে ৪৩ হাজার ৬৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ৩ হাজার ৭৬ ফিলিস্তিনি।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সে সময় ১ হাজার ১৩৯ জন নিহত হয় এবং দুই শতাধিক মানুষকে অপহরণ করে জিম্মি করা হয়। এরপর থেকেই গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এক বছরের বেশি সময় ধরে দখলদারদের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা।

এদিকে গাজায় সংঘাত শুরুর পর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলি সেনাদের মধ্যেও পাল্টাপাল্টি হামলা শুরু হয়। এখন পর্যন্ত লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় ৩ হাজার ২৮৭ জন নিহত এবং আরও ১৪ হাজার ২২২ জন আহত হয়েছে।

অপরদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা উপত্যকার উত্তরাঞ্চলে নতুন করে তাদের আরও চার সেনা সদস্য নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে, সোমবার উত্তর গাজা উপত্যকায় লড়াইয়ের সময় চার সেনা সদস্য নিহত হয়েছে। গত বছরের অক্টোবরে স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের ৩৭৬ সেনা সদস্য নিহত হয়েছে।

টিটিএন

Read Entire Article