ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৪:৫২, ১২ মার্চ ২০২৫ আপডেট: ১৪:৫৪, ১২ মার্চ ২০২৫
৩৪ লাখ টাকা ভ্যাট ফাঁকির দায়ে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বিউটি টোব্যাকোর সিগারেট তৈরির কারখানা সিলগালা করে দিয়েছেন যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাস।
মঙ্গলবার (১১ মার্চ) উপজেলার নতুন পাড়ায় অভিযান চালিয়ে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। এ সময় কারখানাটি থেকে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল ও সিগারেটের শলাকা জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাস বলেন, ‘‘বিউটি টোব্যাকোর বিরুদ্ধে প্রায় ৩৪ লাখ টাকার ভ্যাট ফাঁকি দেওয়ার অভিযোগ ছিল। অভিযানে ভ্যাট ফাঁকির সত্যতা মিলেছে।’’
তিনি বলেন, ‘‘কোম্পানিটি দীর্ঘদিন ধরে ভ্যাট ফাঁকি দিয়ে সিগারেট তৈরি করে বাজারজাত করে আসছিল। এছাড়া, কারখানা থেকে নকল ব্যান্ডরোল ও সিগারেটের শলাকা জব্দ করা হয়েছে।’’
‘‘পরিবেশ অধিদপ্তরের নিয়ম অমান্য করে কারখানা পরিচালনাসহ নানান অসঙ্গতি থাকায় বিউটি টোব্যাকোর কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।’’- যোগ করেন তিনি।
অভিযানে ভ্যাট কর্মকর্তা, কাস্টমস কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ঘটনায় ভ্যাট কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা পৃথক মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ম্যাজিস্ট্রেট সাথী দাস।
শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা/রাজীব