৪ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

2 days ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৮, ১৩ জানুয়ারি ২০২৫  

৪ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

রাজশাহী-চিলাহাটি রুটে চলাচলকারী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়

প্রায় ৪ ঘণ্টা পর সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার পর লাইনচ্যুত হওয়া তিতুমীর এক্সপ্রেস ট্রেনের বগিটি সরিয়ে নেওয়া হলে রেল চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, সকাল সাড়ে ৬টার দিকে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রাজশাহী রেলস্টেশনের ব্যবস্থাপক ময়েন উদ্দিন বলেন, ‘‘রাজশাহী-চিলাহাটি রুটে চলাচলকারী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬টা ২০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে যায়। এর কিছুক্ষণ পরই বেলপুকুরে ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়।’’

পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং অফিসার আহসান উল্লাহ বলেন, ‘‘তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছিল। সকাল সাড়ে ১০টার দিকে লাইন থেকে বগিটি সরিয়ে ফেলা হয়। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’’

ঢাকা/কেয়া/রাজীব

Read Entire Article