৭২ এর সংবিধান একটি অবৈধ সংবিধান: আব্দুল্লাহ মুহাম্মদ তাহের

1 hour ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ৭২ এর সংবিধান একটি অবৈধ সংবিধান। যারা এ সংবিধান রচনা করেছিলেন তারা পাকিস্তান গণপরিষদের নির্বাচিত সদস্য ছিলেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে শরীয়তপুর জেলা কর্মী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, পাকিস্তানের সংবিধানের আওতায় নির্বাচিত সদস্যরা ৭৩ সালে এ সংবিধান রচনা করেছেন যা বৈধ হতে পারে না। দরকার ছিল একটি গণভোট করা তারা সেই ভোট করেনি।

jagonews24

সংবিধানে সংস্কারে কথা জানিয়ে তিনি বলেন, আমরা পরিষ্কার বলতে চাই ৭২ এর সংবিধান চলবে না। নতুন করে সংবিধান রচনা করতে হবে। এ দেশের মানুষের চিন্তা-চেতনাকে ধারণ করে ৭১ এর মানুষ যে রক্ত দিয়েছে সে চেতনাকে ধারণ করে সংবিধান রচনা করতে হবে। আমাদের কমিটমেন্ট করতে হবে। আমরা সংবিধান বাতিল করে নতুন করে সংবিধান রচনা করবো।

তিনি বলেন, গণতন্ত্র আন্দোলনের ফসল হচ্ছে মুক্তিযুদ্ধ। কিন্তু দেশ স্বাধীন করে যে ক্ষমতায় আসলেন তারা এখানে গণতন্ত্রকে হত্যা করে, বাকশাল করেছেন। বাকশালের পরিণতি শেখ মুজিব হত্যা হয়েছে পরে জিয়াউর রহমান হত্যা হয়েছে। আন্দোলনের পশ্চাতে পতন হয়েছে।

জেলা আমির অধ্যক্ষ মুহা. আবদুর রব হাশেমীর সভাপতিত্বে কর্মীসভায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ইসলামি ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ড. মোশাররফ হোসেন মাসুদ তালুকদার, সেক্রেটারি জেনারেল, জাতীয় চিকিৎসক সংগঠন, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) অধ্যাপক ডা.মাহমুদ হোসেন বকাউল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ আজহারুল ইসলাম ও অন্যান্যরা।

বিধান মজুমদার অনি/আরএইচ/জেআইএম

Read Entire Article