ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৯:২৯, ২২ জানুয়ারি ২০২৫
হারিয়ে যাওয়া হাতব্যাগ ব্রিটিশ দম্পতিকে ফিরিয়ে দিলো পুলিশ
চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশায় ভুল করে ফেলে আসা এক ব্রিটিশ নাগরিকের পাসপোর্ট, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্রসহ হাতব্যাগ উদ্ধার করে তাকে ফিরিয়ে দিয়েছে কোতোয়ালি থানা পুলিশ।
দীর্ঘ ৮ ঘণ্টার চেষ্টায় মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে হাতব্যাগ উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম জানান, মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে নগরের জুবিলী রোড টাওয়ার ইন হোটেল থেকে অটোরিকশা ভাড়া নিয়ে লাভ লেইন ইস্টার্ন ব্যাংকের সামনে নামেন ব্রিটিশ নাগরিক তাফিকা চৌধূরী। নামার সময় ভুলবশত অটোরিকশায় হাতব্যাগটি ফেলে আসেন। ব্যাগে নগদ ৩ লাখ টাকা, পাসপোর্ট এবং মূল্যবাদ জিনিসপত্র ছিল। ব্যাগ হারিয়ে তিনি কোতোয়ালি থানায় বিষয়টি জানান।
ওসি জানান, অভিযোগ পেয়ে কোতোয়ালি থানা পুলিশের টিম ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রথমে অটোরিকশাটি শনাক্ত করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাত ৮টার দিকে বাকলিয়া থানা এলাকা থেকে হাতব্যাগ উদ্ধার করা হয়।
আজ বুধবার (২২ জানুয়ারি) কোতোয়ালি থানা পুলিশ তাফিকা চৌধুরী (৭৬) ও তার স্বামী মো. ওয়াসিউর রহমানকে (৮৪) হাতব্যাগটি বুঝে দেন। ব্যাগে পাসপোর্ট, নগদ টাকাসহ সবকিছু অক্ষত ছিল বলে পুলিশ জানিয়েছে।
ব্যাগ ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান এ দম্পতি।
ঢাকা/রেজাউল/বকুল