অধিনায়কত্বের চ্যালেঞ্জটা উপভোগ করছেন তাসকিন

19 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

নেতৃত্ব বরাবরই একটা বাড়তি চাপ। এর মধ্যে আবার দল নিয়ে বিতর্ক। বকেয়া পারিশ্রমিক ইস্যু এমন জায়গায় দাঁড়িয়েছে যে, দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা ম্যাচ বয়কটই করে বসেছেন। একজন অধিনায়কের জন্য এমন ভাঙাচোরা দল নিয়ে লড়াই করা কতটা কঠিন, কেবল তাসকিন আহমেদই বলতে পারবেন।

কিন্তু এমন কঠিন অবস্থার মধ্যেও অসাধারণ এক জয় নিয়ে মাঠ ছেড়েছেন তাসকিন। রংপুর রাইডার্সের মতো তারকাসর্বস্ব দলকে ২ রানে হারিয়ে প্লে-অফের লড়াইয়ে টিকে রয়েছে দুর্বার রাজশাহী।

চাপ নয়, চ্যালেঞ্জগুলো উপভোগ করছেন জানিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘আমি প্রতিটা মুহূর্ত উপভোগ করার চেষ্টা করছি। যেহেতু ক্রিকেটই আমার ব্রেড এন্ড বাটার এবং প্যাশন। মাঠে আমরা উপভোগ করেছি আমরা। দেশি বিগ নেইম অত নেই ২-৩ জন ছাড়া। সবাই বলেছি, লেটস স্ট্রাইক। সবাই অনেক পজিটিভ ছিল। উপভোগ করেছি, সাহস করে করে চেঞ্জ করছি। বোলিংয়ে আসলে সাপোর্ট করেছি। চেষ্টা করেছি সেরাটা দিয়ে দেখি, এরপর কী হয়।’

জাতীয় দলও এখন ভুগছে অধিনায়ক সঙ্কটে। সেই সুযোগ পেলে লুফে নেবেন কিনা? জাতীয় দলে অধিনায়কত্ব নিয়ে কী ভাবছেন তাসকিন?

তাসকিনের উত্তর, ‘দেরি আছে না? (হাসি) প্রসেসেই থাকি। সামনে ২ ম্যাচ আছে। ক্রিকেটের উন্নতি করে যেতে চাই। আল্লাহ যেন সুস্থ রাখে। অইগুলা নিয়ে অত ভাবছি না। সময় আসলে দেখা যাবে।’

এত এত সমস্যার মধ্যে দলকে চাঙা রাখা কঠিন কাজই। তাসকিন তবু এটাকেও ইতিবাচকভাবে দেখতে চান। বললেন, ‘এত সমস্যার মধ্যে থেকে খেলাটা সামনে কাজে দিবে। এত চাপের মধ্যে ভালো করতে পারলে সামনে নিশ্চয়ই আরও ভালো হবে।’

এমএমআর/জিকেএস

Read Entire Article