অবহেলায় প্রসূতি-নবজাতকের মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাঙচুর

7 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

গাইবান্ধার সাঘাটায় চিকিৎসকের অবহেলায় প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১১টার দিকে ডিজিটাল হাসপাতালে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় প্রসূতির স্বজনরা ভাঙচুর চালালে চিকিৎসকসহ হাসপাতালের লোকজন পালিয়ে যান।

স্থানীয়রা জানান, দুপুরে ফুলছড়ি উপজেলার বাগবাড়ি গ্রামের সবুজ মিয়ার স্ত্রী শিরিন আক্তারকে (২৬) সাঘাটা উপজেলার বোনারপাড়া ডিজিটাল হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর কর্তব্যরত চিকিৎসক প্রসূতিকে সিজারের কথা বলেন। স্বজনরা চিকিৎসকের পরামর্শে সিজারের রাজি হলে রাত ১১টার দিকে নবজাতকের মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণে কিছুক্ষণ পর প্রসূতিও মারা যান।

স্বজনদের অভিযোগ, চিকিৎসকের অবহেলায় এমন ঘটনা ঘটেছে। এ হাসপাতালে গত তিন বছরে ১০ জনের বেশি রোগী ও নবজাতকের মৃত্যু হয়েছে।

শক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনোরঞ্জন কুমার বর্মন। ঘটনাটি তদন্তের মাধ্যমে হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, এ বিষয়ে ভুক্তভোগীর কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিয়া আফরিন বলেন, বিষয়টি শুনেছি তবে বিস্তারিত জেনে বিষয়টির আইনগত ব্যবস্থা নেওয়া হবে ৷

এ এইচ শামীম/আরএইচ/এএসএম

Read Entire Article