অভিষেকের তাণ্ডবে ইংল্যান্ডকে উড়িয়ে দিলো ভারত

2 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

বোলাররাই অর্ধেক কাজ সেরে রেখেছিলেন। ইডেন গার্ডেনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে মাত্র ১৩২ রানে গুটিয়ে দেয় ভারত। ছোট লক্ষ্য তাড়ায় তাণ্ডব চালিয়েছেন ওপেনার অভিষেক শর্মা।

৭ উইকেট আর ৩৩ বল হাতে রেখে সহজ জয় তুলে নিয়েছে ভারত। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সূর্যকুমার যাদবের দল।

১৩৩ রান তাড়ায় অভিষেকের ব্যাটে উড়ন্ত সূচনা করে ভারত। ২০ বলে ২৬ করে আউট হন সঞ্জু স্যামসন। অধিনায়ক সূর্য করেন ০। কিন্তু অভিষেকের ঝড় আটকাতে পারেননি ইংলিশ বোলাররা। ২০ বলেই ফিফটি তুলে নেন তিনি। এর মধ্যে ৩টি চার আর ৬টি ছক্কায়ই নেন ৪৮ রান।

শেষ পর্যন্ত জয় থেকে ৮ রান দূরে থাকতে আউট হন অভিষেক। ৩৪ বলে ৭৯ রানের বিধ্বংসী ইনিংসে ৫টি চার আর ৭টি ছক্কা হাঁকান এই ওপেনার।

এর আগে এক জস বাটলার ছাড়া ইংল্যান্ডের কোনো ব্যাটার দাঁড়াতে পারেননি। বাটলার ৪৪ বলে ৮ চার আর ২ ছক্কায় করেন ৬৮ রান। হ্যারি ব্রুক ১৪ বলে ১৭ আর শেষদিকে জোফরা আর্চার করেন ১০ বলে ১২। বাকিরা কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি।

বরুন চক্রবর্তী ২৩ রানে ৩টি, অর্শদিপ সিং, হার্দিক পান্ডিয়া আর অক্ষর প্যাটেল নেন দুটি করে উইকেট।

এমএমআর/এমআইএইচএস

Read Entire Article