ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
|| রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১২:২৫, ২৪ জানুয়ারি ২০২৫ আপডেট: ১২:২৯, ২৪ জানুয়ারি ২০২৫
নোভাক জোকোভিচকে প্রথম একক টেনিস খেলোয়াড় হিসেবে ২৫টি গ্র্যান্ড স্লামের মাইলফক ছুঁতে অন্তত ফ্রেঞ্চ ওপেন পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। আজ (২৪ জানুয়ারি, ২০২৫) অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল থেকে যে, খেলার মাঝেই সরে দাঁড়ালেন এই সার্বিয়ান মহাতারকা। প্রথম সেটটা আলেক্সান্দার জভেরেভের কাছে খুইয়েই ম্যাচ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান চোটগ্রস্ত জোকোভিচ।
রড লেভার অ্যারেনায় প্রথম সেট চলাকালীনই পায়ে সমস্যা অনুভব করেন জোকোভিচ। তার প্রতিফলন দেখা গেল কোর্টেও। জার্মানির আলেক্সান্দার জভেরেভের বিপক্ষে ৭-৬ (৭-৫) ব্যবধানে সেটটা হারেন এই ৩৭ বছর বয়সী তারকা। তারপরই খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসেন জোকার নামে খ্যাত ২৪ গ্র্যান্ড স্লামের এই মালিক।
জোকোভিচ কোর্ট ছাড়ার সময় স্বভাবসুলভ ভাবেই দর্শকদের উদ্দেশে হাত নাড়েন। তবে জমজমাট লড়াই উপভোগ করতে আশা দর্শকরা নিরাশ হয়ে সার্বিয়ান তারকাকে দুয়ো দিয়েছেন তখন। তবে রেগে না গিয়ে জবাবে থামস-আপ প্রদর্শন করেন জোকার। যার অর্থ দর্শকরা রেগে যাওয়ার অধিকার রাখেন আর ব্যাপারটা ইতিবাচক ভাবেই নিচ্ছেন জোকোভিচ।
বিস্তারিত আসছে......
ঢাকা/নাভিদ