অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার দল ঘোষণা, নতুন মুখ দিনুশা

2 days ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

অস্ট্রেলিয়ার বিপক্ষে বুধবার (২৯ জানুয়ারি, ২০২৫) থেকে গলে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজ। এই সিরিজকে সামনে রেখে আজ শ্রীলঙ্কা ক্রিকেট দল ঘোষণা করেছে। দলে নতুন মুখ হিসেবে রাখা হয়েছে স্পিনিং অলরাউন্ডার সোনাল দিনুশাকে।

ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করেই দলে ডাক পেয়েছেন দিনুশ। কলম্বো ক্রিকেট ক্লাবের হয়ে গেল কয়েক সপ্তাহে দারুণ পারফরম্যান্স করেছেন।গেল মাসে হাঁকিয়েছেন দুই-দুটি প্রথম শ্রেণির সেঞ্চুরি। শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে পাকিস্তানের বিপক্ষেও রান পেয়েছিলেন। ৪৪টি প্রথম শ্রেণির ম্যাচে ব্যাট ও বল হাতে তার গড় যথাক্রমে ৪০.০৮ ও ২৪.০৬। 

ইনজুরির কারণে দলে নেই পাথুম নিসাঙ্কা। তার পরিবর্তে নেওয়া হয়েছে ব্যাটসম্যান লাহিরু উদারাকে। অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভারও কিছুটা ইনজুরি রয়েছে। তবে তাকে দলে রাখা হয়েছে।

লেগ স্পিনার জেফেরি বন্দরসে ও অফ-স্পিনার নিশান পেইরিসও জায়গা পেয়েছেন দলে। যথারীতি শ্রীলঙ্কার স্পিন আক্রমণকে নেতৃত্ব দিবেন প্রবথ জয়সুরিয়া। পেস বিভাগে আছেন আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা ও মিলান রত্নায়েকে।

ব্যাটিংয়েও আছে পরীক্ষিতরা। দিমুথ করুণারত্নে এই সিরিজে তার শততম টেস্ট পূর্ণ করবেন। এছাড়াও আছেন অভিজ্ঞ দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুজ ও দুর্দান্ত ফর্মে থাকা কামিন্দু মেন্ডিস। ধনঞ্জয়া ডি সিভলা ও কুসল মেন্ডিসও রয়েছেন ব্যাটসম্যানদের তালিকায়। মিডল অর্ডার ব্যাটসম্যান ও উইকেটরক্ষক হিসেবে আছেন সাদিরা সামারাবিক্রমা।

১১ টেস্টের ৬টিতে হেরে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার কোনো সুযোগ নেই শ্রীলঙ্কার। অস্ট্রেলিয়া তাদের ১৭ ম্যাচের ১১টিতে জিতে ও দুটিতে ড্র করে ইতোমধ্যে ফাইনালে নাম লিখিয়েছে। তাদের সঙ্গে ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকাও। 

শ্রীলঙ্কা টেস্ট দল:
ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), দিমুথ করুণারত্নে, পাথুম নিসাঙ্কা (ফিটনেস সাপেক্ষে), ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কামিন্দু মেন্ডিস, কুসল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, সোনাল দিনুশা, প্রবথ জয়সুরিয়া, জেফরি বন্দরসে, নিশান পেইরিস, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা ও মিলান রথনায়েক।

Read Entire Article