ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
প্রকাশিত: ১১:৪৩, ২ ফেব্রুয়ারি ২০২৫ আপডেট: ১১:৪৫, ২ ফেব্রুয়ারি ২০২৫
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) শনিবার (১ ফেব্রুয়ারি, ২০২৫) আজীবন সম্মানান প্রদান করেছে মাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে। মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই কিংবদন্তিকে সিকে নাইডু আজীবন সম্মাননায় ভূষিত করা হয়। এই পুরস্কার তুলে দেন বিসিসিআইয়ের প্রাক্তন সচিব এবং বর্তমানে আইসিসির চেয়ারম্যান জয় শাহ।
এদিন বক্তৃতা দিতে গিয়ে গিয়ে শচীন তরুণ ক্রিকেটারদের পরামর্শদেন। সব রকম প্রলোভন থেকে নিজেকে দূরে রেখে একাগ্রচিত্তে ক্রিকেটের প্রতি নিবেদিত হওয়ার কথা বলেছেন তিনি।
শচীন এদিন তার বক্তব্যে তরুণ ক্রিকেটারদের মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেন, “নব্বইয়ের দশকে দুই বছর আমার ব্যাটের কোনও স্পনসর ছিল না। তার পরেও অ্যালকোহল বা তামাকের বিজ্ঞাপন করিনি। কারণ, আমার জীবনে মূল্যবোধের বড় ভূমিকা রয়েছে।” পরিবারের শিক্ষা সবসময় আমাকে সামনে নিয়ে যেতে সাহায্য করেছে।
তরুণদের পরামর্শ দিতে গিয়ে শচীন জানান দেশ সবার আগে, “আমি শুধু বলব, মনঃসংযোগ ধরে রেখে এক লক্ষ্যে এগিয়ে যেতে হবে। অনেক প্রলোভন আসবে। তাতে পা দিলে হবে না। সকলের আগে দেশ। দেশের জন্যই খেলতে হবে।”
১৯৯৪ সাল থেকে ভারতের প্রথম অধিনায়ক সিকে নাইডুর নামে বিসিসিআই এই পুরস্কার প্রদান করে আসছে। ৩১তম ক্রিকেটার হিসেবে শচীন এই পুরস্কার পেলেন। আন্তর্জাতিক ক্রিকেটে ‘১০০ সেঞ্চুরির’ একমাত্র এই মালিক মাত্র ১৬ বছর বয়সে ১৯৮৯ সালে অভিষিক্ত হন এবং ২০১৩ সালে অবসর নেন
শচীন ২০০ টেস্ট এবং ৪৬৩ ওয়ানডেতে ভারতকে প্রতিনিধিত্ব করেছেন, যা দু’টি সংস্করণেই সর্বোচ্চ। দুই সংস্করণে ৫১ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারের রানও সর্বোচ্চ; ওয়ানডেতে করেছেন ১৮,৪২৬ রান এবং টেস্টে ১৫,৯২১ রান।
২০২৩-২৪ মৌসুমে সেরা আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে পেসার যাশপ্রীত বুমরা পলি উমরিগড় পুরস্কার লাভ করেছেন। মেয়েদের ক্রিকেটে একই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন স্মৃতি মান্ধানা।
গত ডিসেম্বরেই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েন ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ৫৩৭ উইকেট শিকারি এই স্পিনারকে একটি বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্ট ইনিংসে ফিফটি করা সরফরাজ খান পেয়েছেন সেরা আন্তর্জাতিক অভিষেকের পুরস্কার।
ঢাকা/নাভিদ