আব্দুল আজিজের হাত ধরে যেভাবে নায়িকা হয়েছিলেন নুসরাত ফারিয়া

2 days ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে। তারপর নাম লেখান উপস্থাপনায়। নানা অনুষ্ঠানে সপ্রতিভ উপস্থিতিতে নজর কাড়েন তিনি। চ্যানেল খুললেই দেখা যেত হাসি মাখা নুসরাত ফারিয়ার মুখ। তার বাচনভঙ্গি, সাজ পোশাক দেখে অনেকেই ভাবতেন, এই মেয়ে সিনেমায় এলে ভালো করবে।

প্রস্তাবও পেয়েছেন অনেক। তবে সিনেমার চেয়ে উপস্থাপনাতেই তিনি ছিলেন আগ্রহী। কিন্তু ওই যে কথায় বলে, যদি থাকে নসীবে....

তো সেই নসীবের টানে নুসরাত ফারিয়া আজ দেশের সিনেমায় প্রতিষ্ঠিত একজন অভিনেত্রী। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল তার প্রথম সিনেমা ‘আশিকী’। যৌথ প্রযোজনার সিনেমাটিতে নুসরাত ফারিয়া জুটি হয়েছিলেন কলকাতার অঙ্কুশের সঙ্গে।

এরপর বেশকিছু সিনেমায় কাজ করে তিনি দুই বাংলাতেই পেয়েছেন জনপ্রিয়তা। দেখতে দেখতে এই বছরে তার সিনেমার নায়িকা হওয়ার দশ বছর হলো। সেই তথ্য জানিয়ে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে ফেসবুকে একটি পোস্ট করেছেন নুসরাত ফারিয়া। সেখানে লিখেছেন তার নায়িকা হওয়ার ছোট গল্পটা।

নুসরাত ফারিয়া লেখেন, ‌‘২০১৪ সালে কাতারে চ্যানেল আই সেরা কণ্ঠের গ্রান্ড ফাইনালেতে আজিজ ভাই আমাকে প্রথম পারফর্ম করতে দেখেনি। এরপর অনেকবার সিনেমার অফার করলেও ভয়ে রাজি হইনি। ২০১৫ সালে কলকাতায় বিজ্ঞাপন শুটে আবার দেখা। এরপর আমার প্রথম সিনেমা জাজ মাল্টিমেডিয়ার সাথে। ২০২৫ সালে আমার সিনেমার ক্যারিয়ারের ১০ বছর হবে।’

‘এই লোকটাকে ছাড়া এই স্বপ্ন কোনোদিন ও পূরণ হতো না। অনেক কিছু বদলে গেছে আশেপাশে, কিন্তু উনার ভালো কাজ করার আগুনটা কমেনি। আজ ৭ বছর পর দেখা, ঘরের মেয়ে ঘরে আসার মতো আনন্দ’- আব্দুল আজিজের সঙ্গে দেখা হওয়া প্রসঙ্গে বলেন নুসরাত ফারিয়া।

আবারও জাজের সিনেমায় তাকে দেখা যাবে কি না সেটা জানতে চাইলে তিনি জাগো নিউজকে বলেন, ‘জাজ আমার কাছে অন্যরকম আবেগের একটি নাম। যখনই তারা আমাকে ডাকবে গল্প-চরিত্র পছন্দ হলে অবশ্যেই আমি কাজ করব।’

সেইসঙ্গে দশ বছর পূর্তিতে আরও অনেক ভালো কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নুসরাত ফারিয়া। ধন্যবাদ জানান নিজের ক্যারিয়ারের সঙ্গে জড়িয়ে থাকা পরিচালক, প্রযোজক, সহকর্মী ও ভক্ত; সবাইকে।

এলআইএ/এএসএম

Read Entire Article