ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
প্রকাশিত: ২২:১৯, ২১ জানুয়ারি ২০২৫
গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুতে বি. এগেদে বলেছেন, তারা আমেরিকান হতে চান না। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।
শপথ নেওয়ার কয়েক দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন। গ্রিনল্যান্ডের ব্যাপারে ট্রাম্পের এই আগ্রহ অবশ্য নতুন নয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় ২০১৯ সালে প্রথমবার গ্রিনল্যান্ড কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। তবে এবার ট্রাম্প আরো এক ধাপ এগিয়ে হুমকি দিয়ে বলেছেন, দ্বীপটির নিয়ন্ত্রণ নিতে প্রয়োজনে অর্থনৈতিক বা সামরিক বলপ্রয়োগও করতে পারেন তিনি।
৩০০ বছরের বেশি সময় ধরে ডেনমার্কের নিয়ন্ত্রণে রয়েছে গ্রিনল্যান্ড। তবে অঞ্চলটি এখন স্বায়ত্তশাসিত।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুতে বি. এগেদে বলেছেন, “আমরা গ্রিনল্যান্ডবাসী। আমরা আমেরিকান হতে চাই না। আমরা ডেনিশও হতে চাই না। গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ গ্রিনল্যান্ডই নির্ধারণ করবে।”
ঢাকা/শাহেদ