ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
প্রকাশিত: ১২:১৯, ৪ ফেব্রুয়ারি ২০২৫ আপডেট: ১২:২০, ৪ ফেব্রুয়ারি ২০২৫
স্ত্রী-সন্তানদের সঙ্গে শাহরুখ
বলিউড বাদশা শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান ‘দ্য বা***ডস অব বলিউড’ নামে ওয়েব সিরিজ নির্মাণ করেছেন। গতকাল নেটফ্লিক্স আয়োজিত অনুষ্ঠানে হাজির হয়ে পুত্রের অভিষেক প্রজেক্ট নিয়ে কথা বলেন শাহরুখ। আরিয়ান পরিচালিত এই সিরিজে অভিনয়ও করেছেন এই বলিউড কিং।
স্ত্রী গৌরি খান, কন্যা সুহানা খান ও পুত্র আরিয়ানের সঙ্গে মঞ্চে দেখা যায় শাহরুখ খানকে। সন্তানদের জন্য দোয়া চেয়ে তিনি বলেন, “আমার প্রার্থনা, বিগত সময়ে মানুষের যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, তার ৫০ শতাংশ যেন তারা (ছেলে-মেয়ে) পায়। এটাও অনেক পাওয়া হবে।”
আরিয়ানের ওয়েব সিরিজটি প্রযোজনা করছে শাহরুখ খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট। অর্থাৎ অভিনয়ের পাশাপাশি সিরিজটিতে প্রযোজক হিসেবেও যুক্ত রয়েছেন শাহরুখ। প্রযোজক হিসেবে কর্মযজ্ঞ বর্ণনা করতে গিয়ে নিজেকে ‘ব্লাডি স্টার’ বলে মন্তব্য করেন এই নায়ক।
শাহরুখ খান বলেন, “সবকিছু উনারাই সামলে নেন, আমি শুধু নামে প্রযোজক। আমি আসলে একজন ব্লাডি স্টার, আসল কাজটা পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার আর প্রোডাকশন টিমের।”
জানা যায়, ৬ পর্বের এই ওয়েব সিরিজে ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খান, শাহরুখ, রণবীর কাপুর, বাদশা ও ববি দেওলকে। গত বছরের মে মাসে সিরিজটির শুটিং শেষ করেন। চলতি বছরের শেষে নেটফ্লিক্সে এটি মুক্তির কথা রয়েছে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
ঢাকা/শান্ত