আমি সুগার মাম্মি হতে চাই: সুবাহ

2 days ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

প্রকাশিত: ১৭:৪৮, ২১ জানুয়ারি ২০২৫  

 সুবাহ

শাহ হুমায়রা সুবাহ

বহুল আলোচিত-সমালোচিত অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। কয়েক দিন আগে তার ‘আমি তোমায় দিলাম’ শিরোনামের একটি মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে।

সম্প্রতি গানটি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সুবাহ। শুধু কাজ বা গান প্রসঙ্গই নয়, সেখানে সুবাহ কথা বলেন ব্যক্তিগত জীবন নিয়েও।

সংবাদ সম্মেলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে সুবাহকে বলতে শোনা যায়, “আমি সুগার মাম্মি হতে চাই, বয়স চল্লিশের পর।” এরপর এক প্রশ্নের জবাবে সুবাহ বলেন, “আগে আমার বয়স চল্লিশ হোক, তারপর বুক দিতে বলব।”

অভিনেত্রী সুবাহর এমন খোলামেলা মন্তব্য আলোচনার জন্ম দিয়েছে। অনেকে বিষয়টিকে মজা হিসেবে নিয়েছেন, কেউ কেউ তার মন্তব্য নিয়ে কড়া সমালোচনা করছেন।

‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন সুবাহ। রফিক শিকদার পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক শিপন মিত্র।

সিনেমার চেয়ে ব্যক্তিজীবন জীবন নিয়ে বহুবার আলোচনায় এসেছেন সুবাহ। সাবেক ক্রিকেটার নাসিরের পর গায়ক ইলিয়াসের সঙ্গে সম্পর্কে জড়ান এবং বিয়ে করেন। কিন্তু সেই সম্পর্কও টিকেনি।

ঢাকা/রাহাত/শান্ত

Read Entire Article