আরিচা-কাজিরহাট ফেরি চলাচল বন্ধ

2 days ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৫, ২৪ জানুয়ারি ২০২৫  

আরিচা-কাজিরহাট ফেরি চলাচল বন্ধ

আরিচা-কাজিরহাট ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফাইল ফটো

ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। 

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‍“আজ সন্ধ্যার পর থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ঘন কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। রাত ১০ টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসে।  দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে  ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কেটে গেলে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু হবে।” 

আরিচা-কাজিরহাট নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপারে পাঁচটি ফেরি রয়েছে। 

ঢাকা/চন্দন/মাসুদ

Read Entire Article