ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হচ্ছে তরুণ লেখক হাসান আফীফের উপন্যাস ‘তোমাকে শেষকৃত্যে নিমন্ত্রণ’। বইটি প্রকাশ করছে নয়া উদ্যোগ প্রকাশনী। প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী নির্ঝর নৈঃশব্দ।
প্রকাশক জানান, ‘তোমাকে শেষকৃত্যে নিমন্ত্রণ’ বইটি মেলায় নয়া উদ্যোগের স্টলে পাওয়া যাবে। বইটির প্রচ্ছদ মূল্য ২২০ টাকা।
- আরও পড়ুন
প্রকাশিত হলো ফজলে রাব্বীর ‘মৃণাল সেন: জীবন ও সিনেমা’
প্রকাশিত হলো নুসরাত সুলতানার ‘ফিরে দেখা কৃষ্ণচূড়া’
এটি হাসান আফীফের প্রথম বই। লেখক তার কবিতায় বিষাদ, প্রেম, একাকিত্ব কিংবা প্রত্যাশা, প্রত্যাখ্যান সব মিলিয়েই লেখার চেষ্টা করেছেন।
হাসান আফীফের বাড়ি ময়মনসিংহ, বেড়ে ওঠা ঢাকায়। পড়াশোনা দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায়। হাসান আফীফ তার কবিতা দিয়ে সিনেমা দেখাতে চান তার পাঠককে।
এসইউ/জেআইএম