ইজতেমায় বেলুনে আছড়ে পড়লো ড্রোন, হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক

2 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত চলাকালে খেলার বেলুনে ড্রোন আছড়ে পড়ায় বিকট শব্দের কারণে হুড়োহুড়িতে অর্ধশতাধিক মুসল্লি আহত হয়েছেন। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯ টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইজতেমার পাশের স্টেশন রোড এলাকায় আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের সামনের সড়কে মুসল্লিরা আখেরি মোনাজাতে ছিলেন। মোনাজাতের শেষের দিকে হঠাৎ বিকট শব্দ হওয়ায় মুসল্লিরা ছুটাছুটি করতে থাকেন। এসময় ভিড়ের মধ্যে পড়ে অর্ধশতাধিক মুসল্লি আহত হন।

আহতদের উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ও স্থানীয় প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে ৪১ জনকে ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ড্রোনটি খুব নিচ দিয়ে উড়ছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে এটি রাস্তার পাশে এক বেলুন বিক্রেতার খেলনা বেলুনের উপর আছড়ে পড়ে। এতে বিকট শব্দে বেলুনগুলো ফেটে গেলে মুসল্লিরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। মুসল্লিরা দৌড়াতে গেলে পড়ে গিয়ে আহত হয়েছেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, এ ধরনের একটি ঘটনার খবর পেয়েছি।

শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজুর রহমান আহতদের চিকিৎসা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. আমিনুল ইসলাম/এফএ/জিকেএস

Read Entire Article