ঈশ্বরদীতে মহিলা শ্রমিকলীগ নেত্রী গ্রেফতার

1 day ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আসামি মহিলা শ্রমিকলীগের নেত্রী মোছা. নাসিমা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে পৌর শহরের মধ্য অরণকোলা এলাকার নিজ বাড়ির সামনে থেকে নাসিমা বেগমকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নাসিমা বেগম ওই এলাকার মো. আব্দুস সালামের স্ত্রী ও উপজেলা মহিলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক।

জানা গেছে, ব্যক্তিগত কাজে নাসিমা বেগম বাড়িতে এলে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার নাসিমা বেগমের বিরুদ্ধে ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলা রয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার মহিলা শ্রমিকলীগ নেত্রী নাসিমা বেগমকে আদালতে পাঠানো হয়েছে।

শেখ মহসীন/এফএ/এমএস

Read Entire Article