একমাসে ৪ বার রেলের সিগন্যাল পয়েন্টের তার কেটে নেয় দুর্বৃত্তরা

2 days ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

ব্রাহ্মণবাড়িয়ায় একমাসে চারবার রেললাইনের সিগন্যাল পয়েন্টের তার কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে যাত্রীদের ভোগান্তির পাশাপাশি ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে।

রেলওয়ে সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-নোয়াখালী, ঢাকা-সিলেট ও ঢাকা-কক্সবাজার ট্রেন ব্রাহ্মণবাড়িয়ার হয়ে চলাচল করে। সম্প্রতি বেশ কয়েকবার ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল তার কেটে নিয়ে যায়। স্টেশনের আউটারের পূর্ব ও পশ্চিম অংশে এ ঘটনা ঘটছে। দুর্ভোগ পোহাতে হয় ট্রেনের যাত্রীদের।

ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জসিম উদ্দিন জাগোনিউজকে জানান, ঘনঘন এমন ঘটনা ঘটায় আমাদের জন্য সমস্যা হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম বা কক্সবাজার অভিমুখী ডাইরেক্ট ট্রেনও থামাতে হচ্ছে। আমরা ম্যানুয়ালি সিগন্যাল ব্যবস্থায় ট্রেনগুলো চালিয়েছি।

তিনি বলেন, মধ্যরাতে কোনো এক সময় সিগন্যাল তার কেটে নিয়ে যায়। তখন আমরা সিগন্যাল দিতে পারি না। কারা এ তার নিচ্ছে তাও বলতে পারছি না। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশকে বিষয়টি অবহিত করেছি।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক সুব্রত বিশ্বাস বলেন, সিগন্যাল পয়েন্টের তার চুরির বিষয়টিও অবগত রয়েছি। আমরা এনিয়ে কাজ করছি।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এমএস

Read Entire Article