ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপের পর এখনো মুখোমুখি অবস্থান করছে পুলিশ ও ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা।
রোববার (২৬ জানুয়ারি) দুপুর সোয়া ১টার পরও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার চারুকলা অনুষদের সামনে দুপক্ষকে মুখোমুখি অবস্থানে দেখা যায়।
শিক্ষকরা জাতীয়করণের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। শিক্ষকরা ‘নারায়ে তাকবির—আল্লাহু আকবার’, ‘আমার ভাই আহত কেন—প্রশাসন জবাব চাই’, ‘চাকরি আছে বেতন নাই—এমন কোনো দেশে নাই’, ইত্যাদি স্লোগান দিচ্ছেন। অন্য পাশে পুলিশ লাঠিসোঁটা হাতে দাঁড়িয়ে রয়েছেন।
আরও পড়ুন
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এর আগে দুপুর পৌনে ১টার দিকে জাতীয় প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে জড়ো হন ইবতেদায়ি শিক্ষকরা। তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে যাচ্ছিলেন বলে কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে। তবে শাহবাগ থানার সামনে পৌঁছাতেই পুলিশ তাদের ওপর জলকামান নিক্ষেপ করে।
এতেও শিক্ষকরা ছত্রভঙ্গ না হলে তাদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এসময় ১০ জনেরও বেশি শিক্ষক আহত হন। তাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাঠিচার্জের সময় পুলিশকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতেও দেখা যায়।
এমএইচএ/এমকেআর/জেআইএম