এমবাপের ‘প্রথম হ্যাটট্রিকে’ রিয়ালের শীর্ষ স্থান পোক্ত

1 day ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

প্রকাশিত: ১১:৫০, ২৬ জানুয়ারি ২০২৫   আপডেট: ১১:৫৪, ২৬ জানুয়ারি ২০২৫

এমবাপের ‘প্রথম হ্যাটট্রিকে’ রিয়ালের শীর্ষ স্থান পোক্ত

কিলিয়ান এমবাপে জন্মভূমি ফ্রান্সের সবচেয়ে বড় ক্লাব পিএস জি ছেড়ে রিয়ালে যোগ দেওয়ার পরে সমালোচনা কম হয়নি। স্বাভাবিকভাবে রেকর্ড ১৫ বারের ‘ইউরোপ চ্যাম্পিয়নদের’ সঙ্গে মানিয়ে নিতে প্রথম দিকে সময় লাগছিল বিশ্বকাপ জয়ী ফুটবলারের। তাতেই ‘সমালোচনার তীরে বিদ্ধ’ হচ্ছিলেন ২৬ বছর বয়সী এই উইঙ্গার। তবে শেষ ৫ ম্যাচে ৮ গোল করে সেই সমালোচনা বন্ধ করে দিয়েছেন তিনি। আর শনিবার (২৫ জানুয়ারি, ২০২৫) রাতে তো করে বসলেন রিয়ালের জার্সিতে প্রথম হ্যাটট্রিক!

শনিবার এমবাপের হ্যাটট্রিকে লা লিগার ম্যাচে রিয়াল ভায়াদোলিদকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। তাতে কার্লো আনচেলত্তির দল টেবিলের শির্ষ স্থানটি আরও পোক্ত করল। ২১ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৪৯। সমান ম্যাচে অ্যাথলেটিকোর পয়েন্ট ৪৫। এক ম্যাচ কম খেলে বার্সেলোনা মালিক ৩৯ পয়েন্টের।

ঘরের মাঠ হোস জোরিলা স্টেডিয়ামে ম্যাচের প্রথম দিকে অতিথি রিয়ালের রীতিমত পরীক্ষা নিয়েছে ভায়াদোলিদ। তবে ‘সোনার হরিণ’ গোলের দেখা পায়নি স্বাগতিকরা। উল্টো ৩০ মিনিটের মাথায় তাদের জালে প্রথমবার বল জড়িয়ে দেন এমবাপে। জুড বেলিংহ্যামের সঙ্গে বল আদান-প্রদান করতে করতে ডি-বক্সের ভেতর প্রবেশ করে দুর্দান্ত এই গোল করেন তিনি।

এমবাপে দ্বিতীয় গোল করেন ৫৭ মিনিটে। নির্ধারিত সময়ের খেলা শেষে যখন মনে হচ্ছিল আরেকটি ‘জোড়া গোলের’ রাত পার করবেন ফরাসি তারকা ঠিক তখনই প্রতিক্ষের ১৮ গজের মধ্যে ট্যাকেলের শিকার হন জুড বেলিংহ্যাম। সেই সুবাদে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে (৯১ মিনিটে) পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে রিয়ালের জার্সিতে প্রথম হ্যাটট্রিক পূরণ করেন এমবাপে।

ম্যাচ শেষে এমবাপে বলেন, “হ্যাটট্রিকের করে খুশি। তবে জয়ের জন্য আরও বেশি খুশি। আজকের জয়টা গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ কর অ্যাতলেটিকোর ড্রয়ের পরে আমাদের উপর বেশি চাপ ছিল।”

এমবাপের সামনে সুযোগ আছে লা লিগার সর্বোচ্চ স্কোরার হওয়ার। তবে এই ফরাসি তারকা মনে করিয়ে দিলেন, দলের জয়টাই তার কাছে সবার আগে, “আমি সর্বোচ্চ স্কোরার হতে পারলে ভালো, না হলেও ক্ষতি নেই, ক্যারিয়ারে অনেকবারই এটা হয়েছি (ফরাসি লিগ ওয়ানে)। তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লিগ জয় করা।”

Read Entire Article