ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
‘ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণে নিয়ম মেনে লেখাপড়া করেছি। কখনো সময়ের অপচয় করিনি। মেডিকেল ভর্তি পরীক্ষায় রেজাল্ট ভালো হবে আশা করেছি। কিন্তু তৃতীয় হবো ভাবতেও পারিনি।’
এভাবেই কথাগুলো বলছিলেন ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় তৃতীয় হওয়া শেখ তাসনিম ফেরদাউস।
রোববার (১৯ জানুয়ারি) বিকেলে ফলাফল প্রকাশের পর জানা যায়, শেখ তাসনিম ৮৯.৫০ পেয়ে তৃতীয় হয়েছেন।
যশোরের অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের শেখ গোলাম রসুল (সাবেক সেনাসদস্য) ও গৃহিণী রোকেয়া খাতুনের ছোট ছেলে শেখ তাসনিম। নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে থেকে এসএসসি এবং শেখ আব্দুল ওহাব মডেল কলেজ থেকে এবার এইচএসসি পাস করেছেন। দুই পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন তিনি।
আরও পড়ুন:
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা সুশোভন বাছাড়
- মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মেডিকেলে ভর্তিতে ৫ শতাংশ কোটা নিয়ে বেকায়দায় সরকার
শেখ তাসনিম ফেরদাউসের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘ভর্তি পরীক্ষা ভালো হয়েছিল কিন্তু কাঙ্ক্ষিত নম্বরের চেয়ে একটু বেশি পেয়েছি। তৃতীয় হবো ভাবতেও পারিনি। এখন আমার লক্ষ্য একজন ভালো ডাক্তার হয়ে অসহায় মানুষের সেবা করা।’
তাসনিমের বাবা শেখ গোলাম রসুল বলেন, ‘ছোটবেলা থেকে ছেলের ইচ্ছা ছিল একজন ভালো ডাক্তার হবে। নিয়ম মেনে লেখাপড়া করেছে। ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণে মেডিকেলেও সুযোগ পেয়েছে। আল্লাহ চাইলে ছেলের স্বপ্ন পূরণ হবে। আপনারা ওর জন্য দোয়া করবেন।’
মিলন রহমান/এসআর/এমএস