‘কলিজার টুকরা’ মা আর নেই, দোয়া চাইলেন ফারজানা ছবি

1 day ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

দেশের জনপ্রিয় অভিনেত্রী ফারজানা ছবির মা আয়েশা রহমান মারা গেছেন। গত রোববার বেলা ২টা ১০ মিনিটে মিরপুরের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মায়ের মৃত্যুর খবরটি সোমবার নিজেই নিশ্চিত করেছেন ফারজানা ছবি। তিনি জানান, তার মায়ের বয়স হয়েছিল ৮১ বছর। তিনি ২ মেয়ে, ৫ ছেলে রেখে গেছেন।

মায়ের মৃত্যুতে শোকাহত ফারজানা ছবি বলেন, ‘আমার কলিজার টুকরা আম্মা আল্লাহর কাছে চলে গেছেন ১৯ জানুয়ারি দুপুর ২.১০ মিনিটে। আম্মার জন্য সবাই দোয়া করবেন।’

ছবি জানান, তার মা বার্ধক্যজনিত কিছু জটিলতায় ভুগছিলেন। তবে তিনি সুস্থই ছিলেনম। রোববার দুপুরের দিকে তাকে ওয়াশরুমে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোববার ঢাকা কমার্স কলেজের মাঠে প্রথম জানাজা শেষে আয়েশা রহমানের মরদেহ বর্তমানে বারডেম হাসপতালের মরচুয়ারিতে রাখা হয়েছে। তার তিন ছেলে ও এক মেয়ে দেশের বাইরে থাকেন। তারা এলে ২৫ জানুয়ারি দ্বিতীয় জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

এলআইএ/জিকেএস

Read Entire Article