ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
লালমনিরহাটে হঠাৎ করে শিয়ালের আক্রমণ বেড়েছে। দুদিনের ব্যবধানে শিয়ালের আক্রমণে ছয়জন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের কান ও আরেকজনের অণ্ডকোষ ছিঁড়ে গেছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, দুদিন ধরে একটি শিয়াল লালমনিরহাট শহরের ব্যস্ততম এলাকা মিশন মোড়, বটতলা মোড় ও পুলিশ লাইন এলাকায় ঘোরাফেরা করছে। পথচারী দেখলেই আক্রমণ করছে। গত দুদিনে ছয়জনকে আক্রমণ করা হয়েছে। আক্রমণে একজনের কান ও আরেকজনের অণ্ডকোষ ছিঁড়ে গেছে।
প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল মেকানিক সাইদুল ইসলাম বলেন, তার দোকানের সামনেই একটি শিয়াল আকস্মিক প্রবেশ করে যাকে পেয়েছে তাকেই কামড়ে দিয়েছে। এসময় শিয়ালটি কুকুর আক্রমণ করতে গেলে উল্টো কুকুরগুলো ধাওয়া দেয়।
লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সামিরা হোসেন চৌধুরী বলেন, শিয়ালের কামড়ে আহত অবস্থায় চারজন ভর্তি হয়েছেন। এদের মধ্যে আলিফ নামের এক শিশুও রয়েছে। আহতদের ভ্যাকসিন দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আশঙ্কাজনক অবস্থায় দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আরও ৫-৬ জন পথচারীকে শিয়াল কামড় দিয়েছে বলে শুনেছি। কিন্তু তারা হাসপাতালে চিকিৎসা নিতে আসেননি।
লালমনিরহাট বন বিভাগের ফরেস্টার মাহবুবুল হক বলেন, খাবার সংকট এবং বাসস্থানের অভাবের কারণে হয়তো শিয়ালসহ কিছু বন্যপ্রাণী লোকালয়ে প্রবেশ করেছে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
রবিউল হাসান/এসআর/এমএস