ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
৩১ মে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারে কর্মীরা রাজধানীর কারওয়ান বাজার মোড়ে অবস্থান নিয়েছেন। বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা থেকে অবস্থান নেন তারা।
অবস্থান কর্মসূচিতে মালয়েশিয়া যেতে না পারা কর্মী সজিব বলেন, আমরা ৫ লাখ টাকা দিয়েও যেতে পারিনি। আমরা ড. ইউনূস এর সাক্ষাৎ চাই। আমরা ঋণ করে চলছি। পরিবার নিয়ে খুব কষ্টের মধ্যে আছি। আমাদেরকে এই জানুয়ারি মাসে মালয়েশিয়ায় যাওয়ার ব্যবস্থা করতে হবে।
আন্দোলনে নেতৃত্ব দেওয়া মাইন উদ্দীন বাবু জাগো নিউজকে বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। আমাদের আরও কর্মী আসছে। কিছুক্ষণ পর আমরা সড়ক অবরোধ করবো।
আরএএস/এসএনআর/এএসএম