কারওয়ানবাজারে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের সড়ক অবরোধ

15 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

রাজধানীর কারওয়ানবাজার মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন ২০২৪ সালের ৩১ মে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারে কর্মীরা।এসময় কারওয়ানবাজার মোড়ে অবস্থান করে এফডিসি ও পান্থপথমুখী সড়ক অবরোধ করেন তারা।

আন্দোলনরত কর্মীরা বলেন, আমরা আমাদের ন্যায্য অধিকার আদায় করতে এসেছি। আমরা কোনো রাজনৈতিক দলের না। আমরা সবাই ৪ থেকে ৬ লাখ টাকা দিয়ে ভিসা পেয়েও যেতে পারিনি। আমাদের কষ্টের শেষ নেই। আমরা সুদে টাকা নিয়েছি।

কারওয়ান বাজারে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের সড়ক অবরোধ

আন্দোলনের নেতৃত্ব দেওয়া মাইন উদ্দীন বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে। আমাদের আরও ভুক্তভোগী আসছে।

এসময় তারা ৩ দফা দাবি জানান

১। ২০২৪ এর ৩১ মে যারা যেতে পারেনি সবাইকে নিয়ে যেতে হবে।

২। যাদের ভিসা হয়েছে, তাদেরকে সমান অধিকার দিয়ে নিয়ে যেতে হবে।

৩। ফেব্রুয়ারির ২০ তারিখের মধ্যে নিয়ে যেতে হবে।

আরএএস/এসএনআর/এমএস

Read Entire Article