কারণ ছাড়াই বাড়ছে সেন্ট্রাল ফার্মার শেয়ারদর

1 day ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

প্রকাশিত: ১১:২৪, ২৬ জানুয়ারি ২০২৫  

কারণ ছাড়াই বাড়ছে সেন্ট্রাল ফার্মার শেয়ারদর

কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

রবিবার (২৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে গত ২১ জানুয়ারি ডিএসই কোম্পানিকে চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানির শেয়ার দর বাড়ছে।

গত ১ জানুয়ারি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার দর ছিল ৮.৮০ টাকায়। যা গত ২০ জানুয়ারি লেনদেন শেষে দাঁড়িয়েছে ১২.৫০ টাকায়। পরে সর্বশেষ ২৩ জানুয়ারি কোম্পানিটির শেয়ারের দাম কমে অবস্থান করে ১১.৯০ টাকায়। ফলে কয়েক কার্যদিবসে কোম্পানিটির শেয়ারটির দর বেড়েছে ৩.৭০ টাকা বা ৪২.০৪ শতাংশ।

এভাবে কোম্পানিটির শেয়ারের দাম কমাকে অস্বাভাবিক বলে মনে করে ডিএসই ও সিএসই কর্তৃপক্ষ। 

ঢাকা/এনটি/ইভা 

Read Entire Article