ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
কুষ্টিয়ার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুজনকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
সোমবার (২০ জানুয়ারি) সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতীম শীল এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচজনকে চিহ্নিত করা হয়। এরমধ্যে ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে কাজ করায় ডি এম এফ ইন্টার্নি ম্যাটসের ছাত্র আশিককে (২২) ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চিকিৎসকের অনুমতি ছাড়া প্রেসক্রিপশন লেখায় পি ডি টি ট্রেনিং এ থাকা নাইম হাসানকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাতদিনের কারাদণ্ড দেন আদালত।
একইসঙ্গে রোগীদের হয়রানির অভিযোগে হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স পলি খাতুন, হাবিবুর রহমান ও বাপ্পি নামে তিনজনকে মুচলেকা নেয় ছেড়ে দেওয়া হয়।
ইউএনও পার্থ প্রতীম শীল জানান, দীর্ঘদিন ধরে দালালরা প্রতারণা করে রোগীদের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নিয়ে যেত। হাসপাতাল এলাকা দালালমুক্ত করতে এ ধরনের অভিযান চলামান থাকবে।
আল-মামুন সাগর/এএইচ/এএসএম