ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের প্রতিবাদ সমাবেশ আজ

2 days ago 4
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

প্রকাশিত: ১১:২৪, ৩ ফেব্রুয়ারি ২০২৫  

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের প্রতিবাদ সমাবেশ আজ

পুঁজিবাজারের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের নিয়ে সোমবার (৩ ফেব্রুয়ারি) প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করবে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ)। আজ দুপুর ২টায় রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরাতন ভবনের সামনে এ প্রতিবাদ সমাবেশ হবে।

সারা দেশের সকল বিনিয়োকারীদের এ সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। 

এর আগে শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর বিজয়নগরে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ সমাবেশ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

জানা গেছে, বিনিয়োগকারীদের প্রতিবাদ সমাবেশে অংশ নেবেন ও বক্তব্য রাখবেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, গণঅধিকার পরিষদের সভাপদি মো. নুরুল হক নুর, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাসহ আরো বেশ কয়েকজন। 

সোমবার সকালে প্রতিবাদ সমাবেশের প্রস্তুতির বিষয়ে  বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সমন্বয়ক নুরুল ইসলাম মানিক রাইজিংবিডিকে বলেন, “আমারা আশা করছি, বিনিয়োগকারীদের অংশগ্রহণে এ প্রতিবাদ সমাবেশ মহাসমাবেশে রূপ নেবে। এ জন্য সকল বিনিয়োগকারীদের এ সমাবেশে অংশগ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে।”

তিনি আরো বলেন, “বর্তমানে শেয়ারবাজারে ৯৯ শতাংশ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত। এসব বিনিয়োগকারীর পুঁজি রক্ষায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বর্তমান নেতৃত্ব কোনো ভূমিকা রাখছে না। বরং তারা যেন শেয়ারবাজার ধ্বংসের ষড়যন্ত্রে নেমেছে। বিনিয়োগকারীরা ভেবেছিল এ সরকারের আমলে বিগত সময়ে যে লুটতারাজ হয়েছে, সবকিছু পুষিয়ে লাভের মুখ দেখবে। বিরাট পরিবর্তন হবে, এটাই আশা ছিল। সেটাই হচ্ছিল। তিন দিন বাজার ভালো ছিল। কিন্তু তারপর নিয়ন্ত্রক সংস্থায় এমন লোকদের দায়িত্ব দেওয়া হলো যারা বিনিয়োগকারীদের ধ্বংস থেকে আরও ধ্বংস করছেন। ২০১০ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যা হয়েছে, গত ৫ মাসে তার থেকে বেশি ক্ষতি হয়েছে। পাঁচ মাসে ৬৬ হাজার কোটি টাকা শেয়ারবাজার থেকে উধাও হয়ে গেছে।”

ঢাকা/এনটি/ইভা 

Read Entire Article