খালি বাড়িতে ঢোকার সময় যেভাবে সালাম দেবেন

1 day ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

কোনো বাড়িতে যদি কেউ না থাকে, বাড়িটি জনমানবশূন্য হয়, তাহলেও ওই বাড়িতে প্রবেশ করার সময় ‘আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন’ বলে সালাম দেওয়া মুস্তাহাব। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন,

فَاِذَا دَخَلۡتُمۡ بُیُوۡتًا فَسَلِّمُوۡا عَلٰۤی اَنۡفُسِكُمۡ تَحِیَّۃً مِّنۡ عِنۡدِ اللّٰهِ مُبٰرَكَۃً طَیِّبَۃً
তবে তোমরা যখন কোন ঘরে প্রবেশ করবে তখন তোমরা নিজদের প্রতি সালাম করবে, আল্লাহর পক্ষ থেকে বরকতপূর্ণ ও পবিত্র অভিবাদনস্বরূপ। (সুরা নুর: ৬১)

এ আয়াতে আল্লাহ তাআলা কোনো বাড়িতে প্রবেশ করার সময় নিজেদের সালাম দিতে বলেছেন। এ থেকে অনেক আলেমরা বলেন, এর অর্থ হলো, বাড়িতে মানুষ থাকলে যেমন তাদের সালাম দিতে হবে, বাড়ি খালি থাকলেও সালাম দেওয়া উচিত।

ইমাম নববি (রহ.) বলেন, বাড়িতে প্রবেশের সময় ‘বিসমিল্লাহ’ বলা এবং আল্লাহর জিকির বেশি করা মুস্তাহাব। একইসঙ্গে সালামও দেওয়া উচিত বাড়িতে মানুষ থাকুক বা না থাকুক। কারণ আল্লাহ তাআলা বলেন, ‘যখন তোমরা কোনো ঘরে প্রবেশ করো, নিজেদের প্রতি সালাম জানাও। এটি আল্লাহর পক্ষ থেকে এক বরকতময় ও পবিত্র অভ্যর্থনা’। (আল-আযকার: ৪৯)

হাফেজ ইবনে হাজার (রহ.) বলেন, কোনো জায়গায় কেউ না থাকলেও সেখানে প্রবেশ করে সালাম দেওয়া সালামের প্রসার ঘটানোর নির্দেশনার অন্তর্ভুক্ত। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ‘যখন তোমরা কোনো ঘরে প্রবেশ করো, নিজেদের প্রতি সালাম জানাও’।

ইমাম কুরতুবি (রহ.) বলেন, কোনো ঘরে যদি মুসলমান বাসিন্দা থাকে, তাহলে সেখানে প্রবেশের সময় বলবে,

السلام عليكم ورحمة الله وبركاته
উচ্চারণ: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

অর্থ: আপনার ওপর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক।

আর যদি কেউ না থাকে, তাহলে বলবে,

السلام علينا وعلى عباد الله الصالحين

উচ্চরণ: আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন

অর্থ: আমাদের ওপর এবং আল্লাহর নেক বান্দাদের ওপর শান্তি বর্ষিত হোক।

আর যদি সেখানে অমুসলিম বাসিন্দা থাকে, তাহলে বলবে,

السلام على من اتبع الهدى

উচ্চারণ: আসসালামু আলা মানিত তাবাআল হুদা

অর্থ: যে হেদায়াতের অনুসরণ করেছে তার উপর শান্তি বর্ষিত হোক।

অথবা বলবে, ‘আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন’।

আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, যদি কেউ কোনো নির্জন ঘরে প্রবেশ করে, সে যেন বলে, ‘আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন’ অর্থাৎ আমাদের ওপর এবং আল্লাহর নেক বান্দাদের ওপর শান্তি বর্ষিত হোক। (আল আদাবুল মুফরাদ লিল বুখারি: ১০৫৫)

মুজাহিদ (রহ.) বলেন, যখন মসজিদে প্রবেশ করবে, বলবে, আল্লাহর রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ওপর সালাম। যখন পরিবারের কাছে যাবে, তাদের সালাম দেবে। আর যখন এমন একটি ঘরে প্রবেশ করবে যেখানে কেউ নেই, তখন বলবে, ‘আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন’ অর্থাৎ আমাদের ওপর এবং আল্লাহর নেক বান্দাদের ওপর শান্তি বর্ষিত হোক। (তাফসির ইবনে কাসির: ৩/৩০৬)

ওএফএফ/এমএস

Read Entire Article